জানা যায়, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর আড়ইটায় বাংলাদেশ নৌবাহিনীর ৬ টি জাহাজ যোগে রোহিঙ্গারা ভাসানচর পৌঁছায়।
ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোয়াজ্জেম হোসেন ঢাকামেইলকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ১৬৫৪ রোহিঙ্গাকে জাহাজ থেকে নামানোর পর নৌবাহিনীর পল্টুন সংলগ্ন হ্যালিপ্যাডে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে গাড়ির মাধ্যমে নির্ধারিত ক্লাস্টারে নিয়ে যাওয়া হয়।