Top
সর্বশেষ

ভাসানচর পৌঁছেছে আরও ১৬৫৪ জন রোহিঙ্গা

১৭ ফেব্রুয়ারি, ২০২২ ৭:২৪ অপরাহ্ণ
ভাসানচর পৌঁছেছে আরও ১৬৫৪ জন রোহিঙ্গা
নোয়াখালী প্রতিনিধি :

কক্সবাজার থেকে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে আরও ১ হাজার ৬৫৪ জন রোহিঙ্গা। তাদের মধ্যে ৮৫ জন রোহিঙ্গা কক্সবাজার থেকে বেড়াতে এসেছেন এবং ১৫৫ জন ভাসানচর থেকে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন তারাও একই জাহাজে ফিরে এসেছেন।
এ নিয়ে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে রোহিঙ্গা নাগরিকের সংখ্যা ‌দাঁড়াল ২২ হাজার ৯৮২ জন।
জানা যায়, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি)  দুপুর আড়ইটায় বাংলাদেশ নৌবাহিনীর ৬ টি জাহাজ যোগে রোহিঙ্গারা ভাসানচর পৌঁছায়।
ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোয়াজ্জেম হোসেন ঢাকামেইলকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ১৬৫৪ রোহিঙ্গাকে জাহাজ থেকে নামানোর পর নৌবাহিনীর পল্টুন সংলগ্ন হ্যালিপ্যাডে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে গাড়ির মাধ্যমে নির্ধারিত ক্লাস্টারে নিয়ে যাওয়া হয়।
শেয়ার