ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর সিলেট জোনের বিশেষ ভার্চুয়াল ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) অনুষ্ঠিত সম্মেলনে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী এবং মো. ওমর ফারুক খান।
আরও বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, এ এ এম হাবিবুর রহমান, মো. সিদ্দিকুর রহমান ও মো. মোশাররফ হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন, মুহাম্মদ শাব্বির, মুহাম্মদ সাঈদ উল্যাহ ও জি এম মোহাম্মদ গিয়াস উদ্দিন কাদের।
ব্যাংকের সিলেট জোন প্রধান শিকদার মো. শিহাবুদ্দিনের সভাপতিত্বে জোনের শাখা প্রধানরা সম্মেলনে অংশগ্রহণ করেন। জোনের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সাফল্যের ধারা অব্যাহত রাখতে সম্মেলনে নির্দেশনা দেওয়া হয়।
মো. মাহবুব উল আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের উল্লেখযোগ্য পরিমাণ অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাংকগুলোর মাধ্যমে পরিচালিত হয়। এ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সংকটের সময়েও ব্যাংকিংখাত গুরুত্বপূর্ণ ও যথাযথ ভূমিকা রেখে চলেছে।
তিনি বলেন, ইসলামী ব্যাংকিং এমন একটি পদ্ধতি যার মধ্যে মানুষের কল্যাণ নিহিত। দেশের জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধি এবং প্রবৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে কাজ করে বলেই ইসলামী ব্যাংকের অগ্রগতি ও সাফল্য অনেক এগিয়ে।