Top

‘সাকিব ভালো অধিনায়ক’ তবে ভাবনায় নেই

১৯ ফেব্রুয়ারি, ২০২২ ৬:৪২ অপরাহ্ণ
‘সাকিব ভালো অধিনায়ক’ তবে ভাবনায় নেই

২০১৯ সালে নিষেধাজ্ঞার পড়ে অধিনায়কত্ব হারান সাকিব হাসান। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেও নেতৃত্ব ফিরে পাননি তিনি। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালকে নেতৃত্ব দিয়ে দারুণ প্রশংসিত হচ্ছেন সাকিব। দলটির কোচ খালেদ মাহমুদ সুজনের দাবি, সাকিবের অসাধারণ লিডারশিপের কারণে টানা ৭ ম্যাচ জিতে ফাইনালে ওঠে বরিশাল। এরপর সাকিবকে নিয়ে আলোচনা। আবার বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে দেখা যাবে এ টাইগার অলরাউন্ডারকে?

আলোচনা চললেও সাকিবকে নেতৃত্বে ফেরানো নিয়ে এখনই ভাবনা নেই ক্রিকেট বোর্ডের। শুক্রবার সভাপতি নাজমুল হাসান পাপন যেমন বলছিলেন, ‘এটা (সাকিব অধিনায়ক হবে কিনা) এখন বলার সময় না। এটা এখন বলার প্রশ্নই ওঠে না। এখন আমাদের আরেকটা সিরিজ শুরু হচ্ছে।’

আজ (শনিবার) মিরপুরে সংবাদমাধ্যম মুখোমুখি হন বোর্ড পরিচালক খালেদ মাহনুদ, যিনি সাকিবের দল বরিশালের হেড কোচের ভূমিকায় ছিলেন। সাকিবের নেতৃত্ব মুগ্ধ করেছে মাহমুদকে।

মাহমুদের বলেন, ‘আমি মনে করি সাকিব ভালো অধিনায়ক। তবে এখন যারা আছে তারা যে খারাপ তাও না। মাহমুদউল্লাহ অধিনায়ক হিসেবে ভালো। তামিমেরও ক্রিকেট নলেজ খুবই ভালো আছে। সাকিব হয়তো খুব ভালো করছে। এই টুর্নামেন্টটা তো আমি খুব কাছ থেকে দেখেছি, আমি জানি। বরিশালকে যেভাবে নেতৃত্ব দিয়েছে, ১৪৩-১৪৫ রান ডিফন্ড করা সহজ কাজ নয়। সাকিব ক্লাস অধিনায়ক।’

তবে বাস্তবতা তুলে ধরে জাতীয় দলের এই টিম ডিরেক্টর জানালেন, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদেরও ক্রিকেট জ্ঞান বেশ সমৃদ্ধ। এখনই সাকিবের অধিনায়ক হয়ে ফেরা সহজ নয়।

মাহমুদের ব্যাখ্যা, ‘প্রতিটি অধিনায়কের সঙ্গে বিসিবির কোনো কমিটমেন্ট আছে অবশ‍্যই। তখন হয়তো লম্বা সময়ের কথা হয়েছিল। আপনি কীভাবে তামিমকে বঞ্চিত করবেন? তামিম যে খারাপ করছে তা তো না। ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে বাংলাদেশ খুব ভালো অবস্থানে আছে। তামিমের যে গেইম সেন্স নাই তা তো না। তামিমের ক্রিকেট নলেজ খুবই ভালো।’

সঙ্গে যোগ করেন মাহমুদ, ‘বিপিএলে মাহমুদউল্লাহ করেছে। সে যে খারাপ অধিনায়ক আপনি এটাও বলতে পারবেন না। আমাদের টি-টোয়েন্টি দল যেমন, আপনি মাহমুদউল্লাহর উপর দোষ চাপিয়ে দিতে পারবেন না। সাকিবের মধ‍্যে কোথাও একটা এক্স ফ‍্যাক্টর আছে, জুয়া খেললে সেটাতে সফল হয়ে যায়। ওর মধ‍্যে যে ইতিবাচক দিক, হিসেবের ব‍্যাপারগুলো থাকে এটা অসাধারণ।’

শেয়ার