Top

লক্ষ্যের ৬০ শতাংশ কৃষিঋণ বিতরণ

২১ ফেব্রুয়ারি, ২০২২ ১১:৪৯ পূর্বাহ্ণ
লক্ষ্যের ৬০ শতাংশ কৃষিঋণ বিতরণ
রোহান রাজিব :

দেশে কৃষি খাতে ঋণ বিতরণ বেড়েছে। চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) কৃষি ও পল্লী ঋণ খাতে সতের হাজার ৫৫ কোটি ৬০ লাখ টাকা দিয়েছে ব্যাংকগুলো। এটি লক্ষ্যমাত্রার ৬০ দশমিক ৭ শতাংশ। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এবার ঋণ বিতরণ বেড়েছে দুই হাজার ৯০৬ কোটি ৮৮ লাখ টাকা। ২০২১-২২ অর্থবছরে কৃষি খাতে ব্যাংকগুলোর ২৮ হাজার ৩৯১ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত ২০২০-২১ অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে কৃষি ও পল্লীঋণ খাতে ১৪ হাজার ১৪৮ কোটি ৭২ লাখ টাকা বিতরণ করে ব্যাংকগুলো, যা ওই অর্থবছরে ব্যাংকগুলোর বার্ষিক কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রার ৫৩ দশমিক ৮১ শতাংশ।

খাত সংশ্লিষ্টরা বলেন, করোনা মহামারিতে বিভিন্ন খাতে বিনিয়োগ কম থাকলেও খাদ্যপণ্য উৎপাদনের জন্য সরকার কৃষি খাতে প্রণোদনাসহ স্বাভাবিক ঋণ বিতরণে গুরুত্ব দিয়েছে। অনেকে আবার চাকরি হারিয়ে গ্রামে নতুন করে কৃষিকাজ শুরু করেছেন। এতে বাড়ছে কৃষিঋণ বিতরণ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে কৃষিঋণ বিতরণে ব্যাংকগুলো কিছুটা পিছিয়ে পড়লেও তৃতীয় মাস থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন ঘটেছে যা জানুয়ারিতেও অব্যাহত রয়েছে। চলতি ২০২১-২২ অর্থবছরের সপ্তম মাস জানুয়ারিতে কৃষি খাতে ২ হাজার ৫৫৮ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এর আগে ডিসেম্বরে কৃষি খাতে ৩ হাজার ৭২৪ কোটি টাকা, নভেম্বর মাসে ২ হাজার ৮৬৪ কোটি টাকা, অক্টোবরে ২ হাজার ৬৯৫ কোটি ও সেপ্টেম্বরে ২ হাজার ৫৩৬ কোটি টাকা ঋণ বিতরণ হওয়ায় সামগ্রিকভাবে কৃষিঋণ বিতরণে ইতিবাচক পরিবর্তন দেখা দেয়। অর্থবছরের প্রথম দুই মাসে কৃষিঋণ বিতরণ কমেছিল ২১ শতাংশ। গত আগস্টে ১ হাজার ৭৩২ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করে ব্যাংকগুলো। জুলাইয়ে বিতরণ করা কৃষিঋণের পরিমাণ ছিল ৯৪২ কোটি টাকা। সব মিলিয়ে জুলাই-জানুয়ারি সময়ে কৃষি ও পল্লিঋণ খাতে ১৭ হাজার ৫৫ কোটি টাকা বিতরণ করেছে ব্যাংকগুলো; যা লক্ষ্যমাত্রার ৬০ দশমিক ০৭ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২১-২২ অর্থবছরে কৃষি খাতে ব্যাংকগুলোর ২৮ হাজার ৩৯১ কোটি টাকার ঋণ বিতরণ করার লক্ষ্য রয়েছে। যদিও করোনা মহামারি দেখা দেয়ার পর থেকে কৃষিঋণের লক্ষ্য পূরণ হচ্ছে না। গত ২০১৯-২০ অর্থবছরে প্রথমবারের মতো এ খাতের ঋণ বিতরণের লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয় ব্যাংকগুলো। বিদায়ী ২০২০-২১ অর্থবছরে লক্ষ্যমাত্রার ৯৭ শতাংশ ঋণ বিতরণ করতে সক্ষম হয় ব্যাংকগুলো। ওই অর্থবছরে কৃষি ও পল্লি খাতে ব্যাংকগুলোর ২৬ হাজার ২৯২ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল। অর্থবছর শেষে এ খাতে ঋণ বিতরণের পরিমাণ দাঁড়ায় ২৫ হাজার ৫১১ কোটি টাকা।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, আলোচ্য সময়ে কৃষিঋণ বিতরণ কিছুটা বাড়লেও আদায়ের পরিমাণ কমেছে। অর্থবছরের সাত মাসে কৃষিঋণ আদায় হয়েছে ১৫ হাজার ৪৪৬ কোটি টাকা। তবে গত অর্থবছরের একই সময়ে কৃষিঋণ আদায় আরও বেশি ছিল। গত অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে কৃষিঋণ আদায় হয়েছিল ১৬ হাজার ৫৬ কোটি টাকা। আলোচিত সময়ে কৃষিঋণ বিতরণের স্থিতি দাঁড়িয়েছে ৪৮ হাজার ৩৫৫ কোটি টাকা।

কৃষিঋণের মধ্যে দুই ভাগে অর্থাৎ শস্য ও নন-ফার্ম (যেমন: গবাদিপশু ও মৎস্য খামার) খাতে ঋণ দেয়া হয়। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে শস্যে ১৩ হাজার ৪৩৫ কোটি ৬৪ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এ ছাড়া নন-ফার্মে ৩ হাজার ৬১৯ কোটি ৯৬ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

চলতি অর্থবছরে রাষ্ট্রায়ত্ত ৮টি ব্যাংকে কৃষি খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৪৫ কোটি টাকা। এর মধ্যে প্রথম সাত মাসে লক্ষ্যমাত্রার ৬৪ দশমিক ২৩ শতাংশ বিতরণ হয়েছে। আর বেসরকারি ৪১টি ব্যাংকের কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ১৬ হাজার ৬৬৪ কোটি টাকা। আলোচিত সময়ে এসব ব্যাংক ঋণ বিতরণ করেছে ৫৬ দশমিক ১০ শতাংশ।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়ার পর গত এপ্রিলে কৃষি খাতের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে গত ৩০ জুন পর্যন্ত ৪ হাজার ২৯৫ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়। এছাড়া সংক্রমণ বাড়তে থাকায় গত ১৪ সেপ্টেম্বর কৃষি খাতের জন্য দ্বিতীয় মেয়াদের প্রণোদনার ঋণ চালু করে বাংলাদেশ ব্যাংক। এবার কৃষি খাতের জন্য আরও ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন ব্যাংকটি।

শেয়ার