এক কোনে ঘাস কাটছেন কয়েকজন, কেউ-বা আবার মাছ ধরার পর জাল রোদে শুকাচ্ছেন। মাঝখানের ছোট্ট একটি অংশে কয়েকজন কিশোর বল ব্যাট হাতে সময় কাটাচ্ছেন। এটুকু ছাড়া যতদূর চোখ যায় চারদিকে ঘাস আর ঘাস, যা ওজন করলে কয়েক টন হবে। জঙ্গলের মত হয়ে থাকা ঘাসের ভিতর রয়েছে সাপ, বিচ্ছুরমত বিষাক্ত প্রতঙ্গ। এমন অবস্থা নোয়াখালী সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের আজিজপুর গ্রামে অবস্থিত ‘বীর বিক্রম শহীদ তরিক উল্যা স্টেডিয়াম’টির। দেখে বোঝার উপায় নেই এটা একটি স্টেডিয়াম। সঠিক তদারকি ও দেখবালের অভাবে এ স্টেডিয়াম চত্বর ইতোমধ্যে মাদক সেবিধের অভয়ারণ্য হয়ে উঠেছে বলেও অভিযোগ রয়েছে। বেহাল দশা স্টেডিয়ামের ভিতর ও বাইরের প্রতিটি অংশে।
স্থানীয়দের অভিযোগ কর্তৃপক্ষের অবহেলায় এ স্টেডিয়ামটি আজ জরাকীর্ণ প্রায়, তবে কর্তৃপক্ষ বলছে স্টেডিয়াম উদ্বোধন হলেও মাঠ তৈরি না করায় শুরু থেকেই এভাবে পড়ে আছে স্টেডিয়ামটি। সরকারের পৃষ্ঠপোষকতা ফেলে দ্রæত সময়ের মধ্যে স্টেডিয়ামটি খেলা উপযোগী করা যাবে বলে দাবী কর্তৃপক্ষের।
জানা গেছে, ২০০৪ সালে ১০ দশমিক ৩০একর জমির ওপর কয়েক কোটি টাকা ব্যায়ে বাংলাদেশ সরকারের যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের অধিনে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে স্থাপন করা হয় ‘সেনবাগ স্টেডিয়াম’। যার পরবর্তীতে ‘বীর বিক্রম শহীদ তরিক উল্যা স্টেডিয়াম’ নামে নামকরণ করা হয়েছিল। ২০০৭ সালে উদ্বোধনের পর থেকে এ স্টেডিয়ামে দু’টি বড় টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। যার মধ্যে ২০০৮ সালে চেয়ারম্যান গেøাডকাপ ও ২০১২ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট। দু’টি টুর্নামেন্টের মাঝে শীতকালিন ও স্কুল পর্যায়ের কয়েকটি খেলা হয়েছিল এখানে। কিন্তু ২০১৩সাল থেকে স্টেডিয়ামটিতে বন্ধ হয়ে যায় সকল ধরনের খেলাধুলা। খেলা বন্ধ হয়ে যাওয়ায় স্টেডিয়ামের ভিতরের চার পাশ ঘাসের বিরানভ‚মিতে পরিণত হয়েছে। নষ্ট হয়ে যাচ্ছে দু’টি দর্শক গ্যালারি, যেখানে দর্শক ধারণ ক্ষমতা ছিল ৫০০০জন। একই অবস্থা কমেন্টিবক্স ও অফিস কক্ষের। কয়েকদিন আগে গেইটসহ স্টেডিয়ামের বাইরের অংশে রং করার কাজ করে দায়িত্বরত কমিটি, তবে ভিতরের অবস্থা এখনও অপরিবর্তিত। যেখানে খেলাধূলার মাধ্যমে নতুন নতুন খেলোয়াডের সৃষ্টি হওয়ার কথা ছিলো সেখানে তৈরি হচ্ছে ঘাস।
স্থানীয় আহসান হাবিব বলেন, এ স্টেডিয়ামে একসময় আমরা খেলাধুলা করতাম। উপজেলা পর্যায়ে এখানে অনেকগুলো খেলা হয়েছে। কিন্তু বর্তমানে স্টেডিয়ামটি মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। রাত হলে শিয়ালের শব্দ পাওয়া যায়, সাপের ভয়ে এখানে মানুষ আসেনা। বর্তমানে এখানে স্থায়ীভাবে ঘাসচাষ হচ্ছে। এখানের ঘাসগুলো কেটে কক্সবাজারের উখিয়াসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করা হচ্ছে। এ ঘাসগুলো পানের বরজ ও চন হিসেবে কাঁচা ঘরের কাজে ব্যবহার করা হয়। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, স্টেডিয়ার তৈরির আগে এখানে কৃষি জমি ছিলো, যেখানে শত শত মণ ধান উৎপাদন হতো।
এনজিও কর্মী মামুন বলেন, চাকরির সুবাদে গত ৩বছর আগে বাইরের জেলা থেকে সেনবাগে আসেন তিনি। এখানে বাসা নেওয়ার পর থেকে তার পাশে একটি স্টেডিয়াম দেখছেন। কিন্তু কখনো এখানে কোন খেলাধূলা হতে দেখেননি তিনি। বাসার পাশে একটি স্টেডিয়ার থাকার পরও বিকেলে নিজের ছেলেদের নিয়ে এদিক সেদিক ঘুরতে হয়, কিন্তু স্টেডিয়ামটিতে খেলার ব্যবস্থা থাকলে বাচ্চাদের নিয়ে বিকেলে এখানে সময় কাটাতে পারতেন।
কয়েকজন শিক্ষার্থী জানান, স্টেডিয়ামটির আশপাশে খেলার জন্য আর কোন মাঠ নেই। তাই বেশির ভাগ শিক্ষার্থী পড়ালেখার পরবর্তী সময়ে মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। এতে করে তাদের পড়া লেখার ওপর যেমন প্রভাব পড়ছে তেমনি চোখ ও মানুষিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।
ইউছুফ নামের সাবেক এক খেলোয়াড় বলেন, সেনবাগ থেকে দীর্ঘদিন ধরে বিভাগিয় পর্যায়ে আক্তার, সেলিম ও নরেশ দাদাসহ বেশ কয়েকজন খেলোয়াড় খেলেছেন। কিন্তু বর্তমানে খেলোয়াড় সৃষ্টির জন্য আমাদের একটি স্টেডিয়াম থাকলেও সঠিক তদারকির অভাবে স্টেডিয়ামটি খেলার উপযোগি না হওয়ায় এ সুযোগ আমরা কাজে লাগাতে পারছি না। বর্তমানে শিশু-কিশোর ও শিক্ষার্থীরা খেলাধুলা করার সুযোগ না পাওয়ায় মোবাইল, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে। আগামীতে এ অঞ্চল থেকে ভালো খেলোয়াড় তৈরি করতে স্টেডিয়ামি দ্রুত সংষ্কারের দাবী জানান তিনি।
স্টেডিয়ামের কেয়ারটেকার দ্বীন মোহাম্মদ জানান, স্টেডিয়ামের দেখবালের জন্য ২০০৭ সালে ১৫০০টাকায় আমাকে কেয়ারটেকার হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রথম কয়েক মাস অনিয়মিত পেলেও বর্তমানে অনেক বছর থেকে আমার বেতন বন্ধ রয়েছে। স্টেডিয়ামের দর্শক গ্যালারিসহ বিভিন্ন স্থানে স্থানীয় মাদকসেবীদের আড্ডা প্রতিদিনই বাড়ছে। বহিরাগত ও মাদক সেবিদের স্টেডিয়ামে আসতে বাধা দিলে তারা তাকে প্রাণ নাশেরও হুমকি দেন বলেও অভিযোগ করেন কেয়ারটেকার।
সেনবাগ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু স্টেডিয়ামের খারাপ অবস্থার কথা স্বীকার করে বলেন, ধান ক্ষেতের ওপর স্টেডিয়াম করলেও তাতে মাঠ না করায় বর্ষাকালে হাটু পরিমাণ পানি ও পরে ঘাসে উঠে গরুর চরণভ‚মি হয়। নিজেদের উদ্দেগ্যে একাধিক বার ঘাস কেটে কয়েকটি খেলার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু কিছুদিন গেলে আবারও ঘাস উঠে যায়। বিদ্যুৎ বিলটা এখনও পর্যন্ত আমরা আমাদের নিজস্ব তহবিল থেকে দিতে হয়। প্রধানমন্ত্রী ও ক্রীড়া মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতা ফেলে দ্রæত সময়ের মধ্যে আগে মাঠটি প্রস্তুত করে খেলা উপযোগি করতে হবে। পরবর্তীতে অবকাঠামোগত যে যে সমস্যা রয়েছে তা মেরামত করে খেলার উপযোগি করে তুলতে হবে। বর্তমান যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তিতে দূরে রাখতে দ্রæত সময়ের মধ্যে স্টেডিয়ামটি খেলার উপযোগি করা জরুরি মনে করেন তিনি।
তিনি আরও বলেন, স্টেডিয়ামটি চালুর পর থেকে কেয়ারটেকার দ্বীন মোহাম্মদ তার পরিবারের লোকজন নিয়ে এখানে থাকতো। ওইসময় পানির মটরসহ যাবতি ইলেকট্রিক পণ্য ব্যবহার করায় প্রতি মাসে ৭ থেকে ৮হাজার টাকা করে বিদ্যুৎ বিল আসতো। পরবর্তীতে গত ৪ বছর আগে তার পরিবার বাড়িতে চলে যাওয়ায় প্রতিমাসে প্রায় ২হাজার টাকা করে বিদ্যুৎ বিল আসে। যা আমাদের নিজস্ব অর্থ দিয়ে পরিষোধ করতে হয়। বর্তমানে বিদ্যুৎ বিল বকেয়া আছে প্রায় ৮০হাজার টাকা। এছাড়াও জমি উন্নয়ন কর বাৎসরিক ৫০হাজার টাকা করে ভূমি কার্যালয়ে জমা দিতে হয়, যার বর্তমান বকেয়া প্রায় দেড় লাখ টাকা। সরকারি কোন বরাদ্দ না থাকায় ক্রীড়া সংস্থার দায়িত্বে যারাই আসেন তারা নিজস্ব তহবিল থেকে এসব খরচ বহণ করতে হয়।