Top
সর্বশেষ

অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতে পরিবর্তন

০১ জানুয়ারি, ২০২১ ৪:০৯ অপরাহ্ণ
অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতে পরিবর্তন
আন্তর্জাতিক ডেস্ক :

জাতীয় সংগীতে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। আজ ১ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ানরা তাঁদের জাতীয় সংগীতের একটি ভিন্ন সংস্করণ গাইবেন বলেও জানিয়েছে দেশটি।

‘ইয়াং অ্যান্ড ফ্রি’কে আর জাতীয় সংগীত হিসেবে অভিহিত করবে না অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার আদিবাসীদের সুদীর্ঘ ইতিহাস-ঐতিহ্যের প্রতিফলন ঘটানোর প্রচেষ্টার অংশ হিসেবে দেশটির জাতীয় সংগীতে পরিবর্তনের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জাতীয় সংগীতে পরিবর্তন আনার ঘোষণাটিকে সাহসী উদ্দ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তবে দেশটির সরকারের বিভিন্ন পর্যায় থেকে এই ঘোষণাকে স্বাগত জানানো হচ্ছে।

জাতীয় সংগীতে আনা পরিবর্তন দেশটিতে ঐক্যের চেতনা তৈরি করবে বলে আশা করছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

১৮ শতকে অধিকাংশ শ্বেতাঙ্গ ইংলিশ সেটেলার উপনিবেশ গড়ার বহু বছর আগে থেকেই অস্ট্রেলিয়ায় আদিবাসীদের বসবাস। কিন্তু অস্ট্রেলিয়ায় চলে আসা জাতীয় সংগীতে দেশটির আদিবাসীদের অবজ্ঞা-উপেক্ষার উপাদান থাকার অভিযোগ ওঠে। এ নিয়ে দেশটিতে আলোচনা-সমালোচনা হচ্ছিল।

অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের শিরোনাম ‘অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার’। আগে এই জাতীয় সংগীতে ‘ফর উই আর ইয়াং অ্যান্ড ফ্রি’ কথাটির উল্লেখ ছিল। তার পরিবর্তে দেশটির নাগিরকেরা এখন গাইবেন, ‘ফর উই আর ওয়ান অ্যান্ড ফ্রি’।

আগে ‘ফর উই আর ইয়াং অ্যান্ড ফ্রি’-এই কথার মাধ্যমে অস্ট্রেলিয়ার আদিবাসীদের উপেক্ষা করার অভিযোগ ওঠে।

সাম্প্রতিক বছরগুলোতে অস্ট্রেলিয়া তাদের সাংস্কৃতিক ও রাজনৈতিক অনুষ্ঠানগুলোয় দেশটির আদীবাসীদের ইতিহাস-ঐতিহ্যকে স্বীকৃতি দিচ্ছে।

 

শেয়ার