Top

রাজশাহীতে ধরাছোঁয়ার বাইরে শীতকালীন সবজি

২৩ ফেব্রুয়ারি, ২০২২ ১২:২৬ অপরাহ্ণ
রাজশাহীতে ধরাছোঁয়ার বাইরে শীতকালীন সবজি
মাহবুব হুসাইন, রাজশাহী :

রাজশাহীর বাজারগুলোতে অধিকাংশ সবজির দাম বেড়েছে। গতকাল মঙ্গলবার রাজশাহীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের চেয়ে কেজিপ্রতি শীতকালীন বেশির ভাগ সবজির দাম বেড়েছে। সাহেব বাজার মাস্টারপাড়া, উপশহর নিউমার্কেট, লক্ষ্মীপুর নিউমার্কেট, খড়খড়ী বাইপাসসহ বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
সবজির দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, কিছু কিছু শীতকালীন সবজি বাজারে আমদানি কম। এছাড়া অন্যান্য জিনিসের দাম বাড়ার কারণে সবজির দামও বাড়তি। প্রায় সপ্তাহখানের আগে বৃষ্টির কারণে কিছু সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পটল, বেগুন, লাউ, করলাসহ প্রায় সব সবজিই বাজারে আছে। আমদানিও বেশি, ফলে দাম কমেছে।
গতকাল মঙ্গলবার রাজশাহী শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১৮-২০ টাকায়, করলা ৮৫-৯০ টাকা, পটল ১২৫-১৩০ টাকা, সিম ৪০ টাকা, আলু ১০-১২ টাকা, লাউ ৩০-৩৫ টাকা, ফুলকপি প্রতি পিস ৩০, পেঁয়াজের ফুল প্রতি আঁটি ৩০ টাকা, লাউ প্রতি পিস ৩৫ টাকা, কাঁচা পেঁপে প্রতি কেজি ২০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ২০ টাকা, গাজর প্রতি কেজি ৪০ টাকা, শশা প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকা, টমেটো প্রতি কেজি ২৫-৩০ টাকা বিক্রি হচ্ছে।
এদিকে দু-সপ্তাহ আগে মরিচ পেঁয়াজের দরপতন হলেও বর্তমানে ক্রমেই বাড়ছে মরিচ এবং পেঁয়াজের দাম। ভালো মানের দেশি মরিচ কেজিতে ৪০-৪৫ টাকা এবং পেঁয়াজ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। পুরাতন দেশি পেঁয়াজ বাজারে তেমন দেখা না মিললেও মধ্যমানের দেশি পেঁয়াজে বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজিতে। আর আমদানি করা ভালোমানের পেঁয়াজ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৩৫ টাকায়।’
নিউমার্কেট বাজারে আসা ক্রেতা ইকবাল হুসাইন বলেন, কৃষক পর্যায়ে আলুর কেজি ৫-৭ টাকা। কিন্তু বাজারে বিক্রি হচ্ছে ১৫ টাকা। বেগুনের কেজি ৪০ টাকা। তাই হাফ কেজি বেগুন আর ১ কেজি আলু কিনলাম। এক লিটার তেলের বোতল কেনার পর আর টাকা নেই। মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হাঁসফাঁস করছে।
খড়খড়ী বাইপাস বাজারের পাইকারি সবজি বিক্রেতা কামাল হোসেন বলেন, এ বছর শুরু থেকেই গত বছরের তুলনায় সবজির দাম বেশি। তবে সবজির বাজার বেশি থাকার আরেকটি কারণ হলো উৎপাদন খরচ বেড়েছে। সার-ঔষুধের দাম বেড়েছে। তাই সবজির দামও বেশি। যতখানি কৃষক পর্যায়ে দাম বাড়ে তার তিনগুণ বাড়ে ভোক্তার কাছে এসে। বাজার মনিটরিং না থাকায় সবকিছুর দাম বেপরোয়া।
এদিকে পাইকারি মুরগী দোকানদার এনামুল হক জানান, সোনালী মুরগী ২৪০-২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, লাল কক মুরগির দাম কেজিতে ২৩০-২৫০ টাকা। সাদা ব্রয়লার মুরগির কেজি ১৩২ টাকা থেকে বেড়ে ১৫০ টাকার মধ্যে রয়েছে । আগের সপ্তাহের মতো পাতিহাঁস ২৮০-৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
এদিকে রুই মাছ বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি, কাতল মাছ ২৭০ টাকা কেজি যা গত সপ্তাহের তুলনায় ১০ টাকা কম । পাঙ্গাস মাছ ১৬০ টাকা, সিলভার কার্প ১৯০ টাকা । এ সব মাছের দাম গত সপ্তাহের তুলনায় অপরিবর্তিত রয়েছে।

শেয়ার