Top

বেসামাল চালের বাজার

২৩ ফেব্রুয়ারি, ২০২২ ১২:৩৭ অপরাহ্ণ
বেসামাল চালের বাজার

এম আবুল হোসেন শাহ্ ,নীলফামারী

নীলফামারীতে বেড়েই চলেছে চালের দাম। গত এক মাস ধরেই চালের বাজার উর্ধ্বমুখী। পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে চালের দাম। এতে নিম্নবিত্ত মানুষরা হিমশিম খাচ্ছেন চাল ক্রয় করতে। বেসামাল চালের বাজার নিয়ে নিম্নবিত্তরা ক্ষোভ প্রকাশ করছেন তারা। তবে চাল ব্যবসায়ীরা বলছেন, উৎপাদনের উপর নির্ভর করছে দাম। এই জন্যই চালের বাজার অস্থিতিশীল থাকার মূল কারণ। উৎপাদন অধিক পরিমান না হলে চালের দাম কমার সম্ভাবনা নেই। তবে আগামী বৈশাখ – জৈষ্ঠ মাসে নতুন ধান উঠলে নিয়ন্ত্রণে আসতে পারে চালের দাম।
নীলফামারী বড় বাজারের চাল ব্যবসায়ীদের দোকানে সরেজমিনে দেখা যায়, চালের দাম আগের তুলনায় বেড়েছে। পাইকারি বাজারে কোনো কোনো চালের দাম রস্তা প্রতি ২০০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত বেড়েছে। এই কারণে খুচরা বাজারে প্রতি কেজিতে ৩ থেকে ৪ টাকা পর্যন্ত বেড়েছে দাম। আঠাশ চালের দাম প্রতি কেজি ৪৮ টাকা ছিল এখন ৪ টাকা বেড়ে ৫২ টাকা। পাইকারি বাজারে ৫০ কেজি চালের বস্তার দাম ২৪০০ টাকা থেকে বেড়ে ২৬০০ টাকা বিক্রি হচ্ছে।
সিদ্ধ কাটারী প্রতি কেজি ৫৬ টাকা ছিল এখন ৪ টাকা বেড়ে ৬০ টাকা, ৫০ কেজি চালের বস্তা আগে ছিল ২৮০০ টাকা এখন বেড়ে হয়েছে ৩০০০ টাকা। মিনিকেট প্রতি কেজি ৫২ টাকা ছিল এখন ৪ টাকা বেড়ে ৫৬ টাকা, ৫০ কেজি চালের বস্তা ২৬০০ টাকা আগে ছিল এখন বেড়ে ২৮০০ টাকা। পাইজাম স্বর্ন (৫) প্রতি কেজি ৪১ টাকা ছিল এখন ৪ টাকা বেড়ে ৪৫ টাকা, ৫০ কেজি চালের বস্তা ২০৫০ টাকা আগে ছিল এখন বেড়ে ২২৫০ টাকা। গুটি স্বর্ণ প্রতি কেজি ৩৭ টাকা ছিল এখন ৩ টাকা বেড়ে ৪০ টাকা, ৫০ কেজি চালের বস্তা আগে ছিল ১৮৫০ টাকা এখন বেড়ে হয়েছে ২০০০ টাকা।
চিনি গুড়া প্রতি কেজি ৮১ টাকা ছিল এখন ৫ টাকা বেড়ে ৮৬ টাকা, ৫০ কেজি চালের বস্তা আগে ছিল ৪০৫০ টাকা এখন বেড়ে হয়েছে ৪৩০০ টাকা।
নীলফামারী মাধার মোড় বাজারে চাল কিনতে এসেছিলেন সুবাস বিশ্বাস । তিনি বলেন, আমি ৫০ কেজি বস্তার চাল কিনতে এসে চালের দাম উর্ধ্বমুখী হওয়ায় ২৫ কেজি চাল কিনে বাড়িতে যাই। চৌরঙ্গীর মোড় বাজারে রিক্সা চালক হামিদ চাল কিনতে আসে, তার সাথে কথা হলে সে বলে চালের দাম বেশি। রামনগর বাজারে অটো চালক মহন্ত চাল কিনতে এসে দাম বেশী হওয়ায় কথাটা স্বীকার করেন।
চাল ব্যবসায়ী ও চাল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ- সভাপতি বাবুল হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, চালের বাজার একটু বেশি বলে তিনি স্বীকার করেন।

শেয়ার