Top

পবিপ্রবি বাঁধনের সেবাব্রত ১৪ বছর

২৬ ফেব্রুয়ারি, ২০২২ ১১:৩৫ পূর্বাহ্ণ
পবিপ্রবি বাঁধনের সেবাব্রত ১৪ বছর
পবিপ্রবি প্রতিনিধি :

নানা আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ পবিপ্রবি ইউনিটের(বরিশাল জোন) ১৪ বছর পূর্তি উৎসব

শুক্রবার (২৫ ফেব্রুয়ারী )সকাল ১০ টা থেকে বাঁধন পবিপ্রবি ইউনিট ক্যাম্পাসের প্রথম ফটকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, দুপুর ২ টায় গরীব দুস্থদের মাঝে খাবার বিতরণ, ৪ টায় কেঁক কাটার পর আনন্দ শোভাযাত্রা করে। সন্ধ্যায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হয় বাঁধন পবিপ্রবি ইউনিট বর্ষপূর্তি কার্যক্রম।

এ সময় উপস্থিত ছিলেন- বাঁধনের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. সন্তোষ কুমার বসু এবং উপস্থিত ছিলেন প্রফেসর গোপাল সাহা, প্রফেসর ড. জাহিদ হাসান, বাঁধন বরিশাল জোনের সাধারণ সম্পাদক রায়হান ইসলাম ইমরান, ছাত্র উপদেষ্টাবৃন্দ সহ সাবেক ও বর্তমান বাঁধন কর্মীরা।

একসময় বরিশাল বিভাগের বিপুল জনগোষ্ঠীর রক্তের অভাবে আর্তনাদ শোনা যেত। সাধারণ মানুষের মাঝে ছিল না রক্তদানের উৎসাহ। এ ভয়ানক পরিস্থিতি উপলব্ধি করতে পারে পবিপ্রবির তৎকালীন কতিপয় শিক্ষার্থী। এরপর ২০০৮ সালের ২৫ ফেব্রুয়ারী “বাঁধন” পবিপ্রবি ইউনিট আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। শুরু থেকেই রক্তদাতা সেচ্ছাসেবী সংগঠন হিসেবে বরিশাল বিভাগের মানুষের মনে যায়গা করে নিয়েছে।

‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ এই স্লোগানকে সামনে রেখে মানবতার সেবায় ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যাত্রা শুরু করে এ সংগঠন।

শেয়ার