Top
সর্বশেষ

বশেমুরবিপ্রবি ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ইবিতে মানববন্ধন

২৬ ফেব্রুয়ারি, ২০২২ ২:২০ অপরাহ্ণ
বশেমুরবিপ্রবি ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ইবিতে মানববন্ধন
ইবি প্রতিনিধি :

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে দলবেঁধে ধর্ষণের প্রতিবাদে ইসলামী
বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

শনিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে এর আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি) ইবি শাখা। সংগঠনটির অর্থ-সম্পাদক রনি সাহার সঞ্চালনায় মানববন্ধনে সাবেক সভাপতি ইবনে মনির হোসেন ও বর্তমান সভাপতি আতিকুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় সংগঠনটির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও যুগ্ম-সাধারণ সম্পাদক চঞ্চল মন্ডল সহ বিভিন্ন বিভাগের
শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে ১ মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে মানববন্ধন কর্মসূচি শেষ হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্মস্থানে গণধর্ষণের ঘটনা জাতির জন্য লজ্জাজনক।

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এসময় ধর্ষণের ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ও এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য প্রশাসন ও সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

শেয়ার