Top
সর্বশেষ

নোবিপ্রবিতে স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের সশরীরে ভর্তি কার্যক্রম উদ্বোধন

২৬ ফেব্রুয়ারি, ২০২২ ৩:৫০ অপরাহ্ণ
নোবিপ্রবিতে স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের সশরীরে ভর্তি কার্যক্রম উদ্বোধন
নোবিপ্রবি প্রতিনিধি :

 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে সশরীরে ভর্তি প্রক্রিয়ার উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি, ২০২২) সকালে বিশ্বদ্যিালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে উপাচার্য এর উদ্বোধন করেন। ভর্তি পরীক্ষায় এ, বি এবং সি ইউনিটের প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ভর্তির আবেদনপত্র তুলে দেন উপাচার্য।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মোহাম্মদ ফারুক উদ্দিন, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, রেজিস্ট্রার (অ.দা) মোহাম্মদ জসীম উদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন, নোবিপ্রবির বিভিন্ন অনুষদসমূহের ডিন, ইনস্টিটিউটসমূহের পরিচালক, হলের প্রভোস্টবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, ভর্তি পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শেয়ার