Top

ড্রোন ব্যবহারে নতুন নিয়ম ইইউ – যুক্তরাজ্যে

০২ জানুয়ারি, ২০২১ ১:৫৭ অপরাহ্ণ
ড্রোন ব্যবহারে নতুন নিয়ম ইইউ – যুক্তরাজ্যে

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) অন্তর্ভুক্ত ২৭টি দেশ ও জোটটি থেকে বেরিয়ে আসা যুক্তরাজ্যে এবার ড্রোন ব্যবহারে নীতিমালা কার্যকর বরা হয়েছে ।

বৃহস্পতিবার থেকে নতুন নিয়ম কার্যকর করে ইইউ এবং যুক্তরাজ্য।

এই নিয়ম অনুসারে ছোট ড্রোনকেও সংশ্লিষ্ট বিমান পরিবহন কর্তৃপক্ষের কাছে নিবন্ধন করা লাগবে।

এর মাধ্যমে দায়িত্বজ্ঞানহীনভাবে ব্যবহার করলে বা অনুমতি নেই এমন জায়গায় ড্রোন চালালে কর্তৃপক্ষ যানটির মালিককে শনাক্ত করতে পারবে।

নতুন নিয়মে তিন ক্যাটাগরিতে (নিম্ন, মধ্যম ও উচ্চ ঝুঁকি) ড্রোনকে ভাগ করা হয়েছে।

নিম্ন ঝুঁকি বা অবাধ ক্যাটাগরির ড্রোনের ক্ষেত্রে কোনো অনুমোদনের প্রয়োজন পড়বে না। তবে এটি ব্যবহারে সীমাবদ্ধতা থাকবে।

মধ্যম ঝুঁকি বা নির্দিষ্ট ক্যাটাগরির ড্রোন ব্যবহারে ঝুঁকি মূল্যায়নের ওপর ভিত্তি করে জাতীয় বিমান পরিবহন কর্তৃপক্ষের অনুমোদন অবশ্যই লাগবে।

উচ্চ ঝুঁকি বা সার্টিফায়েড ক্যাটাগরির ড্রোনের ক্ষেত্রে বিমান নীতিমালা মেনে চলতে হবে। ভবিষ্যতে যাত্রীসহ ড্রোন ফ্লাইটের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।

বাণিজ্যিক ও বিনোদনের জন্য ড্রোন ব্যবহারের মধ্যে যে পার্থক্য রয়েছে, তা এ নতুন নিয়মের মাধ্যমে দূর হবে।

বিশ্বের সবচেয়ে বৃহৎ ড্রোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডিজেআই এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

ডিজেআইয়ের পাবলিক পলিসি বিভাগের পরিচালক ক্রিস্টিয়ান স্ট্রুউই বলেন, ‘এর মাধ্যমে (ইউরোপের) এক দেশ থেকে আরেক দেশে ড্রোন চালাতে পারবেন ব্যবহারকারীরা। ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন নীতিমালা নিয়ে এখন আর মাথা ঘামাতে হবে না তাদের।’

বাণিজ্য প্রতিদিন/এম জি

শেয়ার