Top
সর্বশেষ

সাপ্তাহিক দর পতনের শীর্ষে মোজাফফর হোসেন

০২ জানুয়ারি, ২০২১ ২:১০ অপরাহ্ণ
সাপ্তাহিক দর পতনের শীর্ষে মোজাফফর হোসেন
পুঁজিবাজার ডেস্ক :

বিদায়ী বছরের শেষ সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মোজাফফর হোসেন স্পিনিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১১ দশমিক ৪৫ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৮ কোটি ৬ লাখ ৯২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ১ লাখ ৭৩ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পাইওনিয়ার ইন্স্যুরেন্সের দর কমেছে ৯ দশমিক ৬০ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১৩ কোটি ৯৬ লাখ ৫৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৯৯ লাখ ১৪ হাজার ৫০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রগতী ইন্স্যুরেন্সের দর কমেছে ৮ দশমিক ২৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৫ কোটি ৪৫ লাখ ২৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৮৬ লাখ ৩২ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জিকিউ বলপেনের ৭ দশমিক ৯২ শতাংশ, ইফাদ অটোসের ৭ দশমিক ৪৫ শতাংশ, জিনেক্স ইনফোসিসের ৭ দশমিক শূন্য ৯ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৮১ শতাংশ, ফিনিক্স ইন্স্যুরেন্সের ৬ দশমিক ২৯ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ৬ শতাংশ এবং গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৯৫ শতাংশ দাম কমেছে।

শেয়ার