Top
সর্বশেষ

রাশিয়ার সহায়তায় ইউক্রেনে সেনা পাঠাচ্ছে বেলারুশ

২৮ ফেব্রুয়ারি, ২০২২ ৩:৩২ অপরাহ্ণ
রাশিয়ার সহায়তায় ইউক্রেনে সেনা পাঠাচ্ছে বেলারুশ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেই অভিযোগ করেছিলেন, রাশিয়া তার মিত্র বেলারুশকে ইউক্রেনে হামলার জন্য একটা মঞ্চ হিসেবে ব্যবহার করছে। তার কথা যেন বাস্তবে রূপ নিচ্ছে। মার্কিন কমর্কতার বরাতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, রুশ বাহিনীকে সহায়তায় ইউক্রেনে সেনা পাঠানোর পরিকল্পনা নিয়েছে বেলারুশ সরকার।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা বলেন, বেলারুশ সেনা মোতায়েনের জন্য প্রস্তুতি নিচ্ছে যা আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে পারে।

এর সত্যতা নিশ্চিত করতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের কাছে একটি ইমেইল পাঠিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এদিকে একাধিক সূত্রের বরাতে কিয়েভ ইন্ডিপেডেন্ট জানিয়েছে, বেলারুশিয়ান প্যারাট্রুপারদের নামাতে পারে মিনস্ক। রাশিয়ার দীর্ঘদিনের মিত্র প্রতিবেশি বেলারুশ। ইউক্রেনের উত্তর দিকে বেলারুশের সঙ্গে সীমান্ত রয়েছে।

তবে রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সেন্ডার লুকাশেঙ্কোর সঙ্গে তার ফোনালাপ হয়েছে। তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, ইউক্রেনে বেলারুশের সেনা পাঠাবেন না তিনি।

শেয়ার