Top

‘জনগণকে মিথ্যা প্রলোভন দিয়ে ভোট নেয় আ.লীগ’

২৮ ফেব্রুয়ারি, ২০২২ ৪:০০ অপরাহ্ণ
‘জনগণকে মিথ্যা প্রলোভন দিয়ে ভোট নেয় আ.লীগ’

জনগণকে মিথ্যা প্রলোভন দিয়ে ভোট নেয়। ভোট নেওয়ার পর ক্ষমতায় বসে জনগণকে লাথি মেরে বের করে দেয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে ময়মনসিংহ মহানগর বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। চাল, ডাল, তেল, বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে সব জায়গায় পণ্য সরবরাহের দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম প্রমুখ।

আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ বলেছিল বিনা পয়সায় সার দেবে, সার দেয়নি। ১০ টাকা কেজি চাল খাওয়াবেন। বলেছিলেন ঘরে ঘরে চাকরি দেবেন। কিন্তু দেননি। এটাই হচ্ছে আওয়ামী লীগ। তারা যতবার ক্ষমতায় এসেছে ততবার জনগণের সঙ্গে ভয়াবহ এ আচরণ করেছে।

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল তখন আমাদের ছেলেরা জন্ম নেয়নি। তখন আওয়ামী লীগ বলেছিল, এই দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে। এই দেশে কেউ অত্যাচার-নির্যাতন করতে পারবে না। আজকে ৫০ বছর পর আমার মায়ের মুখে হাসি নেই কেন? আমার কৃষক ভাই কেন ধানের মূল্য পায় না, পাটের মূল্য পায় না। কেন আজকে ৭০ টাকা কেজি চাল খেতে হয়, সয়াবিন তেল কেন ২০০ টাকা কেজি হয়েছে বলে প্রশ্ন রাখেন তিনি।

 

 

শেয়ার