Top
সর্বশেষ

ধ্বংস হওয়া মন্দির নির্মাণ করবে পাকিস্তান সরকার

০২ জানুয়ারি, ২০২১ ২:৫৭ অপরাহ্ণ
ধ্বংস হওয়া মন্দির নির্মাণ করবে পাকিস্তান সরকার

ধর্মীয় উন্মাদনার জেরে ধ্বংস হওয়া মন্দির নির্মাণ করতে অনুদান দিচ্ছে পাকিস্তান সরকার। পাকিস্তানের খাইবার পাখতুনখোওয়া প্রদেশে ধর্মীয় উন্মাদনায় ধ্বংস হওয়া মন্দির নির্মাণ করে দেওয়ার কথা শনিবার আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

বুধবার খাইবার পাখতুনখোওয়া প্রদেশের কারাক জেলার একটি মন্দিরে হামলা চালায় স্থানীয় কিছু মুসলমান। এ ঘটনায় উসকানি দেয়ার অভিযোগে স্থানীয় এক ধর্মীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও ৪৫ জনকে।

শুক্রবার খাইবারের প্রাদেশিক তথ্যমন্ত্রী কামরান বানগাস বলেন, ‘হামলায় যে ক্ষতি হয়েছে তাতে আমরা ব্যথিত।’

তিনি জানান, মন্দিরটি পুনর্নির্মাণে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। অতিসত্বর মন্দিরের নির্মাণ কাজ শুরু হবে। এর জন্য প্রয়োজনীয় নিরাপত্তাও দেবে সরকার।

১৯৯৭ সালে মন্দিরটিকে আরও একবার গুঁড়িয়ে দেয়া হয়েছিল। সম্প্রতি উচ্চ আদালতের নির্দেশে এর সংস্কার কাজ চলছিল।

পাকিস্তানে প্রায় ৮০ লাখ হিন্দু রয়েছেন। এদের বেশিরভাগই বাস করেন সিন্ধু প্রদেশে।

পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুরা প্রায়ই নিপীড়নের শিকার হন। দেশটির মোট জনসংখ্যার মাত্র ২ শতাংশ হিন্দু ধর্মাবলম্বী।

বাণিজ্য প্রতিদিন/এম জি

শেয়ার