Top
সর্বশেষ

নয়নাভিরাম আমিয়খুম

০১ মার্চ, ২০২২ ৩:৪০ অপরাহ্ণ
নয়নাভিরাম আমিয়খুম
মুহাম্মদ জাভেদ হাকিম :

খুম খুম খুম আমিয় খুম। এটি একটি আদিবাসী শব্দ। দেশকে যারা ভালবাসেন, দেশের উন্নয়ন নিয়ে যারা চিন্তা করেন, বিদেশ ভ্রমণেরে চাইতে মাতৃ ভূমির প্রাকৃতিক সৌন্দর্য অনুসন্ধানে আগ্রহী থাকেন তাদের জন্য আমিয়খুম মহান আল্লাহ পাকের সৃষ্ট অনন্য নিদর্শন। ভ্রমণ বিষয়ক ফিচার লেখক এক পরিচিতজনের মাধ্যমে আমিয়খুমের সৌন্দর্যের বর্ণনা যখন জানতে পারি, সেই থেকেই শুরু আমিয়খুম যাওয়ার প্রস্তুতি।

বান্দরবান বলতে অনেকেই মনে করেন, দু-চারবার সেখানে গেলেই সব প্রাকৃতিক নিদর্শনই বুঝি ঘুরে শেষ করা সম্ভব। এরকম ধারনাটাই সম্পূর্ণ ভুল, বান্দরবান এমন একটি জেলা যার পরতে পরতে ধারন করা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে যেতে হবে কম করে হলেও শতবার।

“দে-ছুট” ভ্রমণ সংঘের এবারের অভিযান ছিল বান্দরবানের দুর্গম অঞ্চলের প্রকৃতি ও মানুষ। যত বেশি দুর্গম অঞ্চলে যাওয়া যাবে ততই মুগ্ধ নয়নে তাকিয়ে থাকা যাবে। আরো বেশি পাহাড়ী মানুষের যাপিত জীবন সম্পর্কে নতুন ধারনা নেয়া যাবে।

পাঁচ বন্ধু মিলে এবার তিন রাত, দুইদিন পার করে গিয়েছিলাম অবিশ্বাস্য সৌন্দর্যের রানী আমিয়খুম। এর মধ্যে যাওয়া এবং ফেরার দিন দুইরাত কাটিয়েছিলাম আদিবাসী ত্রিপুরা অধ্যুষিত যিন্নাপাড়া। রাতে পাড়ার বাসিন্দা চেয়ারম্যান পদে প্রতিদন্ধিতাকারী বিলাসের ঘরে আশ্রয় নিয়েছিলাম। সেখানটার নতুন প্রজন্মের ছেলে মেয়েরা সবাই স্কুল-কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

চলনে-বলনে আধুনিক অথচ পাড়ায় স্যানিটেশন ব্যবস্থা নেই। খোলা আকাশের নিচে ঝোপ-ঝাড়ে প্রকৃতির ডাকের সমাধা করতে হয়। বিষয়টা অত্যন্ত বিচিত্রই বৈকি। শহর থেকে যাওয়া ভ্রমন পিপাসুদের জন্য বেশ বিব্রতকরও বটে। বিলাসের সঙ্গে কথা প্রসঙ্গে বুঝতে পারলাম খোলা আকাশের নিচে মলত্যাগ নিয়ে তারা তেমন ভাবুক
নয়। সেই সঙ্গে ঘরের ভিতর টকটক নামক প্রাণীর বিচরনতো সারা রাতের ঘুমকে করেছিল হারাম। খুব সকালে রওনা হলাম মূল গন্তব্যে।

বাঁশের লাঠি সম্বল করে হেঁটে যাচ্ছি একের পর এক পাহাড় ডিঙ্গিয়ে, পথে বিশ্রাম নিলাম-বছর পাঁচেক যাবৎ গড়ে উঠা অতিরাম পাড়ায়। সেখান থেকে তাজিংডং পাহাড় ষ্পস্ট দেখা যায়। পাড়ায় বসে যখন নুডুলস ও অন্যান্য খাবার খাচ্ছি তখন বেশ ভাল লাগল, ছোট ছোট বাচ্চারা দূরে দাঁড়িয়ে রইল। কাউকে ডেকে দিলে নিচ্ছে, অন্যথায় না। পরে জানতে পেরেছি তাদের বেশির ভাগই অভূক্ত অথচ কত ধৈর্য তাদের। পরিষ্কার পরিচ্ছন্ন অতিরাম পাড়া পিছনে ফেলে আবার হাটছি। বিশাল-বিশাল পাহাড়, জঙ্গল, ঝিরি মাড়িয়ে হেটেই চলছি। দীঘর্ পথ পরিক্রমায় সঙ্গি ছিল উজাড় করে দেওয়া প্রকৃতি আর বুনো ফুলের গন্ধ। মাঝে মধ্যে জন মানবহীন পাহাড়ে গড়ে তোলা ঝুম ঘরে
বিশ্রাম নিয়েছি। এরই মধ্যে দু-চারটে জোঁক দেহের সাথে আলিঙ্গন করেছে। কামাল তো জোঁকের ভয়ে দ্রুত হেটেও শেষ রক্ষা পায়নি।

অবশেষে তার ব্রেকড্যান্স, ভ্রমণে বাড়তি আনন্দ দিয়েছে। আমিয় যাওয়ার পথের চারপাশের প্রকৃতি খুবই সুন্দর। উদার করে দেয়া প্রকৃতির পরশে পাাহাড় গুলোও খুব
সুন্দর সাজে সেজে আছে। প্রায় পাঁচ ঘন্টা হাটার পর পাহাড়ের উপর হতে আমিয়খুম প্রপাতের পানির নিয়মিত ছন্দের আওয়াজ ভেসে এল। এবার খাড়া এক পাহাড় হতে নিচে নামছি। একটু এদিক সেদিক হলেই আলুর দম, খুব সাবধানে নামার পর প্রায় ত্রিশ মিনিট হাটার পরই পেয়ে গেলাম সেই মহা আনন্দের ক্ষণ। ওহ ! আল্লাহ তোমার দরবারে অশেষ শুকরিয়া। এত সুন্দর প্রাকৃতিক নিয়ামত তুমি আমাদের করেছ দান। দুপাশে দিগন্ত ছোঁয়া খাড়া পাহাড়। সেই পাহাড়ে বড় বড় গাঁছ, নিচে বিশাল বিশাল হরেক
আকৃতির পাথর তার মাঝে বয়ে চলছে অবিরাম ধারায় আমিয় খুম জলপ্রপাত।

প্রপাতের পাথুরে পাহাড় এমন ভাবে খাজকাটা যেন মনে হয় কোন ডিজাইনার বেশ যত্ন নিয়ে এর সৌন্দর্যের ব্যাপ্তি ঘটিয়েছে। প্রকৃতির খেয়ালে পানি পড়ার দৃশ্য বর্ণনাতিত। হৃদয় ছোঁয়া প্রপাতের ছন্দময় শব্দ ভ্রমণের সব ক্লান্তি দূর করে দেয় নিমিষেই। এত সুন্দর জল প্রপাত অথচ এদেশের অনেকেই তা জানেন না। ছবি দেখালে কেউ বিশ্বাসই করতে চাইবে না যে এটা আমাদের গর্ব বান্দরবানের একটি অংশ। না জানার কারনে কৃত্রিম প্রপাত দেখার জন্যই এদেশের পর্যটকরা বিদেশ পাড়ি জমায়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিশেষ আবেদন তারা যেন আমিয়খুমের যোগাযোগ ব্যবস্থা পর্যটন বান্ধব করতে উদ্যোগী হন। আমিয়খুমের জলে মন ভরে অবগাহন। অতঃপর মুগ্ধতার আবেশে দুপুরকে বিকেল ভেবে ফেরার পালা।

যোগাযোগ: ঢাকা হতে বান্দরবান। বান্দরবান হতে বাসে চাঁদের গাড়িতে থানচি। থানচি হতে ট্রলারে রেমাক্রি। রেমাক্রি হতে পায়ে হেটে যিন্নাপাড়া।/অতিরাম পাড়া। অতিরামপাড়া হতে ঘন্টা পাচেক চড়াই উৎরাইয়ের পর ওয়াও! আমিয়খুম।

খাওয়া-থাকা: পর্যাপ্ত পরিমান শুকনো খাবার ও স্যালাইন এবং প্রয়োজনীয় ঔষধ। জুম চাউলের ভাত আর মোরগ-ভুনা খেতে হলে সঙ্গে যাওয়া গাইডের সাথে আলাপ করুন। রোমাঞ্চকর আমিয়খুম ট্রেইল করতে খরচ হবে জনপ্রতি ছয় থেকে সাত হাজার টাকা। প্রথম ও দ্বিতীয় রাত কাটাবেন যিন্না পাড়া। মাথা পিছু থাকা-খাওয়া বাবদ নিবে জন প্রতি ২৫০ থেকে ৩০০ টাকা।

উদাত্ত আহ্বান: আমি দেখেছি-আমি সংরক্ষণ করব,আগামি প্রজম্মের জন্য। তারা যেন বুক ভরা নিশ্বাস নিয়ে গর্ব করে বিশ্ববাসিকে বলতে পারে, দেখ-দেখ এই আমার বাংলাদেশ-কত সুন্দর তার নয়নাভীরাম প্রকৃতি।

টিপস: চলার পথে কোন জীব-জন্তুকে আঘাত করবেন না। গাছ উপড়ে ফেলা বা অকারণে গাছের ডাল কাটবেন না। সঙ্গে নেয়া বিভিন্ন খাবারের
মোড়ক, যেখানে সেখানে না ফেলে একটি ব্যাগে করে নির্দিষ্ট জায়গায় ফেলুন। আদিবাসীদের সাথে সুন্দর আচরণ করুন তাদেরকে প্রায় উলঙ্গ বা অর্ধ উলঙ্গ অবস্থায় দেখলে যথা সম্ভব এড়িয়ে চলুন। গাইডের পরামর্শ ছাড়া কোন কিছু করার চেষ্টা করবেন না।

উল্লেখ্য, ইদানীং পাড়া গুলো বেশ পর্যটন বান্ধব করা হয়েছে। বর্তমানে রেমাক্রী হতে থুইসা পাড়া হয়েও আমিয়খুম যাওয়া যাবে।

 

শেয়ার