Top
সর্বশেষ

কাজাখস্তানে মৃত্যুদণ্ড: দুই দশক স্থগিতের পর এবার বিলুপ্ত

০২ জানুয়ারি, ২০২১ ৪:২৪ অপরাহ্ণ
কাজাখস্তানে মৃত্যুদণ্ড: দুই দশক স্থগিতের পর এবার বিলুপ্ত

মৃত্যুদণ্ডের বিধান পুরোপুরি বিলুপ্ত করল কাজাখস্তান। প্রায় দুই দশক স্থগিতের পর এবার মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্তই করে দিল দেশটি।

শনিবার আরব নিউজের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট কাশিম জোমার্ত তোকায়েভের অফিসিয়াল ওয়েবসাইটে মৃত্যুদণ্ড বিলোপ সংক্রান্ত একটি নোটিস প্রকাশিত হয়েছে।

নোটিসে বলা হয়েছে, মৃত্যুদণ্ড বিলোপে নাগরিক ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক অঙ্গীকারনামার দ্বিতীয় ঐচ্ছিক প্রোটোকলে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট।

২০০৩ সাল থেকে কাজাখস্তানে মৃত্যুদণ্ড স্থগিত ছিল। তবে সন্ত্রাসী কর্মকাণ্ডের মতো কিছু অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছিল।

২০১৬ সালে আট জন পুলিশ সদস্য ও দুই বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করেন রাসলান কুলেকবায়েভ নামে এক বন্দুকধারী। এ ঘটনায় তার মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত। এখন মৃত্যুদণ্ড বিলুপ্ত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে কুলেকবায়েভকে।

বাণিজ্য প্রতিদিন/মুজাহিদ

শেয়ার