ফ্রান্সে করোনা মহামারির কারণে জারি করা নিষেধাজ্ঞা উপেক্ষা করে পার্টিতে মেতেছেন ২ হাজার ৫০০ জনেরও বেশি তরুণ-তরুণী। নিষেধাজ্ঞা উপেক্ষা করে পার্টি করায় পুলিশ বাধা দিলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে তরুণ-তরুণীদের। নতুন বছর উপলক্ষে তারা এই পার্টির আয়োজন করে বলে জানা গেছে।
পার্টিতে অংশগ্রহণকারীদের একাংশ যুক্তরাজ্য ও স্পেন থেকে গিয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
দেশটির উত্তর-পশ্চিমের ব্রিটানি অঞ্চলের রেন শহরের লিয়েরো এলাকার একটি গুদামে স্থানীয় সময় বৃহস্পতিবার থেকে এ পার্টি শুরু হয়।
করোনা মহামারির সময় নিষেধাজ্ঞা অমান্য করে আয়োজিত ওই পার্টি বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় তরুণ-তরুণীদের। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে জিনিসপত্র ছোড়ার পাশাপাশি একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। সংঘর্ষে অন্তত তিন পুলিশ কর্মকর্তা আহত হন।
স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, পুলিশ অনুষ্ঠানটি বন্ধের চেষ্টা করলে পার্টিতে অংশ নেয়া অনেকে তাদের ওপর ভয়ঙ্করভাবে মারমুখী হয়ে ওঠেন।
পার্টিতে খুব কম মানুষই শারীরিক দূরত্ব মানছেন বলেও জানায় স্থানীয় কর্তৃপক্ষ।
ফ্রান্সভিত্তিক পত্রিকা লা মদেঁর প্রতিবেদনে বলা হয়, অনেকে তাদের গাড়িতে ঘুমিয়ে নিয়ে আবার পার্টিতে ফিরে নাচানাচি শুরু করছেন।
পার্টিতে অংশ নেয়া কয়েক জন রবিবার পর্যন্ত থাকার পরিকল্পনা করছেন। আবার কেউ কেউ মঙ্গলবার পর্যন্ত থাকতে চান।
এ বিষয় নিয়ে আলোচনা করতে স্থানীয় সময় শুক্রবার জরুরি বৈঠকে বসেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরালদ দার্মানিন।
তিনি বলেন, যানবাহন বের হওয়ার সব পথ বন্ধ করে দেয়া হয়েছে। দুই শতাধিক অংশগ্রহণকারীকে মৌখিকভাবে সতর্ক করেছে পুলিশ।
করোনা মোকাবিলায় রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউসহ কঠোর বিধিনিষেধ আরোপ করে ফ্রান্স।
পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ফ্রান্সে শুক্রবার পর্যন্ত ২৬ লাখ ৩৯ হাজার ৭৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। রোগটিতে মৃত্যু হয়েছে ৬৪ হাজার ৭৬৫ জনের।
বাণিজ্য প্রতিদিন/এম জি