Top
সর্বশেষ

বইমেলায় ঢাবির নেই নতুন বই, জবির তিনটি

০৩ মার্চ, ২০২২ ৬:২৮ অপরাহ্ণ
বইমেলায় ঢাবির নেই নতুন বই, জবির তিনটি
জবি প্রতিনিধি :

অমর একুশে বইমেলায় অমর একুশে বইমেলায় (ঢাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রকাশনীর পক্ষ থেকে বসানো হয়েছে স্টল। মেলা উপলক্ষে ঢাবির কোনো নতুন বই না আসলেও জবির এসেছে তিনটি বই।

ঢাবি প্রকাশনা সংস্থার প্রকাশিত বইয়ের সংখ্যা প্রতিবছর কমছে। প্রকাশনার তথ্য অনুযায়ী, ২০১৯ সালে চারটি বই প্রকাশ পেয়েছিল। ২০২০ সালে প্রকাশিত বইয়ের সংখ্যা দাঁড়ায় তিনটিতে। সে সংখ্যা এবার শূন্য। এখন পর্যন্ত ১৮৪টি বই প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা।

জবির প্রকাশনা সংস্থার তথ্য অনুযায়ী সর্বশেষ ২০২১-২২ সালে তিনটি নতুন বই বের করা হয়েছে। এছাড়া ২০১৭-১৮ থেকে এখন পর্যন্ত মোট ২৪ টি বই প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা।

দুইটি প্রকাশনীর সঙ্গে কথা বলে জানা যায়, মেলা উপলক্ষে ঢাবির নতুন বই বের হয়নি। তবে বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে বের হওয়া দুইটি বই স্টলে ঠাঁই পেয়েছে। এদিকে জবির তিনটি নতুন বই ইতোমধ্যে মেলায় এসেছে। আরেকটি বই আসার কথা রয়েছে।

ঢাবির স্টলের বিক্রয়কর্মী মো. আনোয়ার হোসেন বলেন, বেচাকেনা মোটামুটি ভালো হয়েছে। তবে গতবারের তুলনায় বেচাকেনা ভালো।

জবির স্টলের বিক্রয়কর্মী নজরুল ইসলাম বলেন, বেচাকেনা মোটামুটি ভালোই। মানুষজনও আসছে। এবার মোট ২৪টি বই উঠানো হয়েছে স্টলে।

এদিকে অমর একুশে বই মেলা ২০২২-এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের প্রকাশিত (২০২১-২০২২) নতুন তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বাংলা একাডেমির নজরুল মঞ্চে রোববার সন্ধ্যা ৬টায় বই তিনটির মোড়ক উন্মোচন করা হয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

অনুষ্ঠানে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. ফারহানা জামান রচিত Social Dynamics of Salinity: Problems and Prospectsin Coastal Bangladesh একই বিভাগের ড.আয়েশা সিদ্দিকা ডেইজী রচিত ‘The Sweeper Community in Bangladesh’ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মোঃ ময়নুল হক রচিত ‘Measuring Democratic Consolidation in Bangladesh’ গ্রন্থ তিনটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

এছাড়াও এসময় বাংলা বিভাগের অধ্যাপক ও পান্ডুলিপি মুদ্রণ কমিটির আহবায়ক ড. মিল্টন বিশ্বাস এর সঞ্চালনায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর ড. মোস্তফা কামাল, লেখক, শিক্ষক, সহকারী প্রক্টর, কর্মকর্তা, সাংবাদিক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার