Top
সর্বশেষ

নবীনদের পদচারণায় মুখরিত ক্যাম্পাস

০৪ মার্চ, ২০২২ ৩:৪৬ অপরাহ্ণ
নবীনদের পদচারণায় মুখরিত ক্যাম্পাস
মেহেরাবুল ইসলাম সৌদিপ, জবি :

‘এসো হে নবীন, বাজিয়ে সুর-লহরী উল্লাসিত নব বীণ। আজ সুর মিলিয়ে গাইব জয়যাত্রার গান, আনন্দে আহ্লাদিত নবীন প্রাণ।’ নবীন শিক্ষার্থীদের বরণ করতে এমন বাক্যই যেন উচ্চারিত হচ্ছে প্রবীণদের কন্ঠে। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব উচ্চ মাধ্যমিকের সফল সমাপ্তির পর সম্পূর্ণ নতুন মুক্ত জ্ঞান চর্চার রাজ্য হলো বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের প্রায় সব শিক্ষার্থীরই স্বপ্ন থাকে স্কুল, কলেজের চৌকাঠ পেরিয়ে উচ্চ শিক্ষার জন্য দেশের সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কোনো একটিতে নিজের আসন নিশ্চিত করা। জীবনের সকল বাঁধা পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পদার্পণ মানেই অন্যরকম এক অনুভূতি এবং নতুনত্বের হাতছানি৷ জীবন বিনির্মাণে এক স্থায়ী সূতিকাগারো বলা যায় বিশ্ববিদ্যালয়কে। স্বভাবতই নবীন শিক্ষার্থীদের কাছে ক্যাম্পাসের বিষয়টা একটু উচ্ছাসের, রোমাঞ্চের৷ তাঁদের স্বপ্নময়ী চোখে নতুন স্বপ্নে আর উদ্যমে এগিয়ে চলার প্রত্যয় নিয়েই শুরু হয় বিশ্ববিদ্যালয় জীবন। নবীন শিক্ষার্থীদের আগমনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলো মুখরিত হয়ে উঠেছে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার কমে আসায় ২২ ফেব্রুয়ারি থেকে প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে ‘স্বাস্থবিধি মেনে’ শ্রেণিকক্ষে ক্লাস শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় পুরো ক্যাম্পাসে। বিজ্ঞান ও কলা অনুষদের বিভাগগুলোকে রং-বেরঙের নানা উপকরণ দিয়ে সাজানো হয়েছে। প্রতিটি বিভাগেই যেন উৎসবের আমেজ। এছাড়াও নবীন বরণ উপলক্ষে আগত নতুন শিক্ষার্থীদের পদচারণায় সকাল থেকেই মুখরিত ছিল পুরো ক্যাম্পাস। নতুন পরিবেশে নতুন মানুষদের সঙ্গে মানিয়ে নিতে বিভাগগুলোতে চলছিল পরিচিতি পর্ব। বিভাগগুলোতে আগত নতুন শিক্ষার্থীদের প্রথমেই ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর শুরু হয় ওরিয়েন্টেশন অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথমে বিভাগীয় শিক্ষক, সিনিয়র শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। এসময় শিক্ষকদের পাশাপাশি তিতুমীর কলেজের স্বেচ্ছাসেবী সংগঠন এর সদস্যবৃন্দরা একে একে নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। নবীন বরণ অনুষ্ঠানে বক্তারা কলেজের গৌরবের উজ্জ্বল ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে দেন এবং নবাগত শিক্ষার্থীদের দিক নির্দেশনা দেন।

সবকিছু ছাপিয়ে নবীন শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল ক্যাম্পাসের আড্ডা দেয়ার স্থানগুলো। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগগুলো ব্যতীত শহীদ মিনার, টিএসসি, রাজু ভাস্কর্য, কার্জন হলে ছিল নবীন শিক্ষার্থীদের পদচারণা। তাছাড়া টিএসসির আশেপাশের চায়ের টং দোকানগুলোতেও ছিল তাদের সরব আনাগোনা।

ক্লাসের অনুভূতি জানিয়ে চারুশিল্প বিভাগের শিক্ষার্থী ফারহানা ফেরদৌসী বলেন, নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক পরিচিতি পর্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ক্লাসের সূচনা হলো। সময়টা অত্যন্ত প্রাণবন্ত ছিল।

বাংলা বিভাগের আরেক শিক্ষার্থী তুষার মিয়া জানান, আমার স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবো। আজ তা পূরণ হয়েছে। আমার খুব আনন্দ লাগছে। সত্যি ক্যাম্পাসটি খুব সুন্দর।

অনুভূতি প্রকাশ করে খাইরুল বারী তুহিন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসের পরিবেশ এতোটাই মনোরম যা আমাকে মুগ্ধ করেছে। ক্যাম্পাস জীবনটা উপভোগ করতে চাই।

লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সুমেন সরকার বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক কারিকুলামে অ্যাক্টিভিটিস বাড়িয়ে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে কাজ করে যেতে চাই।

শিক্ষার্থীদের সাথে সাথে অনেক অভিভাবকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এদের মধ্যে একজন অভিভাবক বলেন, আমার সন্তান এই বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থী হয়ে এসেছে। কয়েকদিন ধরে তার মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা কাজ করেছে নতুন ক্যাম্পাস নিয়ে। তাঁর স্বপ্ন সফল হয়েছে।

দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়। হাজারো শিক্ষার্থীর প্রাণের ক্যাম্পাস, হৃদয়ের স্পন্দন ও আবেগ-অনুভূতির জায়গা। ভর্তিযুদ্ধে জয়ী হওয়া শিক্ষার্থীদের জন্য প্রায় ৭৫০ একরের এই ক্যাম্পাসের প্রথম দিনটি সত্যিই অসাধারণ। চান্স পাওয়ার পর প্রত্যেকেই স্বপ্নের ক্যাম্পাস নিয়ে মনে মনে আঁকতে থাকে নানান স্বপ্ন, নানান পরিকল্পনা। নানান আয়োজন আর আনন্দঘন পরিবেশে গত ২১ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিকৃত স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। এই বিশেষ দিনে মতিহারের সবুজ চত্বর মেতেছিল উৎসবের আমেজে। শিক্ষকরা নবীনদের রজনীগন্ধা ও গোলাপ ফুল উপহার দেওয়ার মাধ্যমে ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন। প্রবীণরাও নবীনদের সঙ্গে পরিচিত হয় এবং বিতরণ করে রজনীগন্ধা ও লাল গোলাপ। আনন্দের এই দিনে বাদ যায়নি মিষ্টি বিতরণ পর্বও। নবীনবরণ অনুষ্ঠান শেষে সবাই যখন স্ব স্ব বিভাগ থেকে বেরিয়ে আসে তখনই আনন্দের মাত্রা আরও বেড়ে যায়। সবার হাতে হাতে ফুল, সবাই একে অপরের সঙ্গে পরিচিত হচ্ছে। প্যারিস রোডে অনেকে ব্যস্ত গ্রুপ সেলফি তোলায়। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুল ও বই দিয়ে গত ২৭ ডিসেম্বর বেলা ১১টায় নিজ কার্যালয়ে এক নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)।

ক্যাম্পাসের এই প্রথমদিনে কথা হয় ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের নবীন শিক্ষার্থী বিক্রম রায়ের বলেন, রাবিতে ভর্তি হতে পেরে আমি সত্যিই অনেক আনন্দিত। কেননা এটি উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল একদিন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব। এখানে চান্স পাওয়ার মাধ্যমে আমার দীর্ঘদিনের সেই স্বপ্ন পূরণ হয়েছে। ক্যাম্পাসে বিভাগের শিক্ষক এবং বড় ভাই-আপুদের সান্নিধ্যে আসতে পেরে অনেক ভালো লাগছে।

দেশের উচ্চশিক্ষার অন্যতম বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ক্লাস ৮ মার্চ শুরু হওয়ার কথা থাকলেও উপাচার্য পরিবর্তন হওয়ায় সময় পরিবর্তন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পাঠদান আগামী ৯ মার্চ থেকে অনলাইনে শুরু হবে। তবে এতে অনেকেই ক্ষোভ জানায়।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবাগত শিক্ষার্থী শফিকুল ইসলাম তাকিব বলেন, ‘ইতিহাস-ঐতিহ্যের এ বিশ্ববিদ্যালয়ে অনার্স করার সুযোগ পেয়ে গর্ববোধ করছি। অনার্সের এই ৪ বছর যেন ভালোভাবে শেষ করতে পারি সেই প্রত্যাশাই ব্যক্ত করছি।’

নবাগত আরেক শিক্ষার্থী বলেন, ‘দীর্ঘ দিন পরে একত্রিত হতে পেরেছি। নতুন সহপাঠী পাচ্ছি, নতুন প্রতিষ্ঠানে নতুন শিক্ষক, সিনিয়র, সহপাঠীদের সঙ্গে পরিচয় হচ্ছে, ভালোই লেগেছে। আমি এ বিশ্ববিদ্যালয়ে নিজেকে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে গর্ববোধ করছি। এখন শুধু ভালোভাবে এই স্তরের পড়াশোনা এই প্রতিষ্ঠান থেকে শেষ করবো এই প্রত্যাশাই করি।’

শাটল ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল বিভাগে ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ক্লাস শুরু হয়েছে। ২২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষকদের পরিবেশনায় উদ্বোধনী সংগীতের মাধ্যমে সংগীত বিভাগের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কার্যক্রম শুরু হয়। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে ছাত্রছাত্রীরা তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের কলা, সমাজবিজ্ঞান ও বিজ্ঞান অনুষদের বিভাগগুলোতে শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়েছে।

আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী জিন্নাতুন নাহার জেবা বলেন, ক্যাম্পাস জীবনের প্রথম দিন সকলের জীবনের বিশেষ কিছু। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে যখন ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করছিলাম, তখন মনে হলো যেন এক উষ্ণ বাতাস আমায় ক্যাম্পাসে স্বাগতম জানাল। এ যেন এক যুদ্ধ জয়ের পরে বিজয়ের আনন্দ। এমন একটা উজ্জ্বল দিনের অপেক্ষায় কত নির্ঘুম রাত কেটেছে! কত পরিশ্রম, কত ত্যাগ! এর সবটাই আমার বাবা-মা, পরিবারের অবিচল সাপোর্ট, আমার শ্রদ্ধেয় শিক্ষকদের অবদান।

পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের আগমন ঘটছে ৮ মার্চ। এদিন থেকেই ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। নতুন সেশনের শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসা নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে চলছে প্রস্তুতি। ইতোমধ্যে বাংলা বিভাগসহ কয়েকটি বিভাগে বরণ করা হয়েছে নবীন শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে এর মধ্যে ক্লাস রুটিনও প্রকাশ করা হয়েছে।

নবীন শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। নিয়মানুযায়ী প্রতিবছর জানুয়ারির প্রথম সপ্তাহে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে এবার দুই বছর পর শুরু হলো নবীন শিক্ষার্থীদের পাঠদান। গত ২৭ ফেব্রুয়ারি নানা আয়োজনের মধ্য দিয়ে কুবির ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেয় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ। পৃথকভাবে বিভাগীয় প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ওরিয়েন্টেশন ক্লাস। এতে বিভাগের শিক্ষক ও নবীন-প্রবীণ শিক্ষার্থীরা অংশ নেন। নবাগতদের রজনীগন্ধা, গোলাপ ফুল আর সিলেবাস উপহার দেওয়ার মাধ্যমে বরণ করে নেয় বিভিন্ন বিভাগ। এ সময় শিক্ষকেরা নবীনদের উদ্দেশ্য দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান।

ক্যাম্পাসের প্রথম দিন সম্পর্কে অর্থনীতি বিভাগের নবীন শিক্ষার্থী মাহফুজুল হক বলেন, আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে আনন্দিত। শিক্ষক এবং সিনিয়র ভাইরা অনেক আন্তরিক। আশা করি বিশ্ববিদ্যালয়ের সামনের দিনগুলো সুন্দর হবে।

বাংলা বিভাগের নবীন শিক্ষার্থী মো. আশরাফুল বলেন, করোনার কারণে আমরা কিছুটা দেরি করে বিশ্ববিদ্যালয় জীবনে প্রবেশ করেছি। সামনেই দিনে নতুন কিছু শিখতে পারবো বলে আশা রাখি।

বিভিন্ন বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের জন্য শ্রেণীকক্ষ সাজিয়েছে। এ ব্যাপারে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মো. সাইদুল ইসলাম বলেন, প্রত্যেকের কাছেই বিশ্ববিদ্যালয় জীবন স্বপ্নের মতো। নবীনরা অনেকে প্ৰথমবারের মতো পরিবার ছেড়ে এত দূরে এসেছে। তারা যেন মনে না করে তারা পরিবার থেকে দূরে এসে রয়েছে সে জন্যই এই আয়োজন।

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ (আনুষ্ঠানিকভাবে একযোগে ক্লাস শুরুর উৎসব) ৩ মার্চ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে নবীন শিক্ষার্থীদের বরণে সব আয়োজন সম্পন্ন করেছে এসব বিশ্ববিদ্যালয়।

চুয়েটের গোল চত্ত্বর সংলগ্ন বাস্কেটবল মাঠে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও কুয়েট ওই দিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। ৬ মার্চ থেকে কুয়েটে ছাত্র-ছাত্রীদের ক্লাস শুরু হবে। রুয়েটে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তিকৃত স্নাতক শ্রেণির প্রথম বর্ষ ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এবং ৫ মার্চ থেকে সশরীরে ক্লাস শুরু হবে। তবে বুয়েটে ক্লাস শুরুর বিষয়ে এখন ও কোনো নির্দেশনা আসেনি।

ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ‘ওরিয়েন্টেশন’ ৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে বিভিন্ন বিভাগে ক্লাস শুরু হয়েছে। এতে নবীন শিক্ষার্থীদের আনাগোনায় প্রাণচঞ্চল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ২ মার্চ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে অনুষ্ঠিত হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদভুক্ত ২২ বিভাগে বিভাগীয় ব্যবস্থাপনায় ওরিয়েন্টেশন ক্লাস আয়োজন করা হয়েছে। নবীন শিক্ষার্থীরা ক্লাস সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিভাগ থেকে জেনে নিতে পারবেন।

ঢাকার সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বরে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে গত পহেলা ডিসেম্বর অনুষ্ঠানের আয়োজন করে গণ বিশ্ববিদ্যালয়। এসময় ফুলের তোড়ার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা তাদের অভিমত ব্যক্ত করেন। মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। এছাড়াও ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম গত ২৩ ফেব্রুয়ারি স্ব স্ব কলেজে অনুষ্ঠিত হয়েছে। নতুন উদ্যোমে বিশ্ববিদ্যালয়ের জীবন অতিবাহিত করতে চায় নবীন এই শিক্ষার্থীরা।

শেয়ার