Top
সর্বশেষ

বরিশাল বিভাগীয় কমিশনার কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধ

০৬ মার্চ, ২০২২ ১:৫৩ অপরাহ্ণ
বরিশাল বিভাগীয় কমিশনার কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধ
পিরোজপুর প্রতিনিধি :

বরিশাল বিভাগীয় কমিশনার কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।

রোববার বেলা ১১ টায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো:
আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ এর ডিআইজি এস এম
আক্তারুজ্জামান, পিরোজপুরের পুলিশ সুপার মো: সাঈদুর রহমান পিপিএম সেবা, পিরোজপুর
পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ¦ মো: হাবিবুর রহমান মালেক,
বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড
আলমগীর খান আলো।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো: আমিন উল আহসান বলেন তরুন সমাজকে
মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। ক্রিকেট আমাদের একটি গৌরবের স্থান।
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গণে ক্রিকেট আমাদের জন্য অনেক সম্মান বয়ে এনেছে। তরুনরা যাতে
সন্ত্রাস, জঙ্গীবাদের চোরাগলিতে হারিয়ে না যায় তা প্রতিরোধে এদেরকে খেলার মাঠে
নিয়ে আসতে হবে।

পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ জাহেদুর রহমান এর
সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন শেষে ‘ক’ গ্রæপের খেলায় অংশ নেয় পিরোজপুর জেলা দল
বনাম বরিশাল জেলা দল। এসময় সার্বিক তত্বাবধায়নে ছিলেন জেলা ক্রিড়া সংস্থার সাধারণ
সম্পাদক গোলাম মাওলা নকীব। বরিশাল বিভাগের ৬ জেলার প্রত্যেকটি জেলা দল ‘ক’ ও ‘খ’
গ্রæপের এবং সেমিফাইনাল ও ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে।

আগামী ৯ মার্চ সকাল ৯ ঘটিকায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে এ টি-২০ ক্রিকেট
টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পিরোজপুর-১
আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

শেয়ার