Top

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের বিরোধীদেরবয়কট করা উচিত

০৭ মার্চ, ২০২২ ৯:২২ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের বিরোধীদেরবয়কট করা উচিত
যশোর প্রতিনিধি :

যশোর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেছেন বাংলার মাটিতে দীর্ঘ ২৯ বছর যারা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজাতে দেয়নি তারা দেশ ও জাতির শত্রু। জাতি তাদের কখনো ক্ষমা করবে না। এদের জাতীয়ভাবে বয়কট করা উচিত। ৭ মার্চের ভাষণের বিরোধীতাকারীরা দেশ ও জাতির চিরশত্রু। তারা কখনো বাংলার স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। তারা মুখে বাংলাদেশ মনে-প্রাণে পাকিস্তানী জাতীয়তাবাদে বিশ্বাসী।

সোমবার (৭ মার্চ) শহরের দড়াটানা ভৈরব চত্ত্বরে যশোর জেলা আওয়ামী লীগের আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের তাৎপর্য বিষয়ক আলোচনা সভায় নেতৃবৃন্দ এ কথা বলেন। নেতৃবৃন্দ বলেন সুখি সমৃদ্ধ ও উন্নত দেশ গড়তে রাষ্ট্রীয়ক্ষমতায় আওয়ামী লীগের কোন বিকল্প নেই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি মেলে। সবাই সুখে-শান্তিতে বসবাস করতে পারে। বিদ্যুতের গতিতে উন্নয়ন হয়। কারণ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনে কোন কিছু ভোগ করার লোভ নেই। শেখ হাসিনা সাধারণ মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে নিরালসভাবে পরিশ্রম করেন। সাধারণ মানুষকে ভাল রাখায় তাঁর প্রধান টার্গেট। দেশকে ভাল রাখার জন্য সকল স্তরের মানুষকে আওয়ামী লীগের পতাকাতলে এসে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের চাবি শেখ হাসিনার কাছে থাকলে সবাই নিরাপদ থাকবে।

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আতিকুর রহমান বাবু, জেলা যুবলীগের সাবেক সভাপতি শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বিপু ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসাদুজ্জামান মিঠু।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে খয়রাত হোসেন, সহ-সভাপতি অ্যাডভোকেট আলী রায়হান, সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সহ-সভাপতি এ এস এম হুমায়ুন কবির কবু, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবু সেলিম রানা, শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল, সদস্য মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

শেয়ার