Top
সর্বশেষ

বছরের প্রথম কার্যদিবসে সূচকের বড় উত্থানে চলছে লেনদেন

০৩ জানুয়ারি, ২০২১ ১২:১২ অপরাহ্ণ
বছরের প্রথম কার্যদিবসে সূচকের বড় উত্থানে চলছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক :

বছরের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৫৭৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৯৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৬০ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪০ টির, দর কমেছে ৬৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৯টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে  ১ হাজার ১০৯ কোটি ১৬ লাখ ৫৬ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ২৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৬৯৮ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ২২৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬১টির, দর কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৩১ কোটি ৫৮ লাখ ৪৭ হাজার টাকা।

শেয়ার