Top
সর্বশেষ

দেশের সব জায়গায় নারীরা এগিয়ে: ইবি প্রো-ভিসি

০৮ মার্চ, ২০২২ ৫:৪৮ অপরাহ্ণ
দেশের সব জায়গায় নারীরা এগিয়ে: ইবি প্রো-ভিসি
ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবু রহমান বলেছেন, দেশের সব জায়গায় নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে নারীরা এগিয়ে আছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ^বিদ্যালয়ের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ মুর‌্যালে নারী দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা পরবর্তী অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, নারী, পুরুষের থেকে বড় পরিচয় আগে আমি একজন মানুষ। এজন্য আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। বঙ্গবন্ধু নিজেও নারীদের শ্রদ্ধা করতেন এবং নারীদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করেছিলেন। সমাজে আজ নারী ও পুরুষ কাধে কাধ মিলিয়ে দেশের উন্নয়নে সমান ভূমিকা রেখে চলেছে।

এসময় বিশ^বিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. শেলীনা নাসরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সাহিদা আখতার আশা। এছাড়া বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. রেবা মন্ডল, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. নিলুফা আক্তার বানু, আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের প্রফেসর ড. হামিদা খাতুন, আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরমীন খাতুনসহ বিভিন্ন বিভাগ ও দপ্তরের নারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় বিশ্ববিদ্যালয়ে ‘নারী ক্লাব’ এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য ‘ডে কেয়ার সেন্টার’ প্রতিষ্ঠার দাবি জানান বিশ^বিদ্যালয়ের নারী শিক্ষকরা।

শেয়ার