Top
সর্বশেষ

নিজ দেশে তৈরি দুটি টিকার অনুমোদন দিল ভারত

০৩ জানুয়ারি, ২০২১ ১:৪৯ অপরাহ্ণ
নিজ দেশে তৈরি দুটি টিকার অনুমোদন দিল ভারত

জরুরি ব্যবহারের জন্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলা অনুযায়ী নিজ দেশে তৈরি টিকার অনুমোদন দিল ভারত। করোনা মোকাবিলায় জরুরি ব্যবহারের জন্য কোভিশিল্ড ও কোভ্যাক্স টিকার অনুমোদন দিয়েছে দেশটি। রবিবার ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) এই অনুমোদন দেয়।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলা অনুযায়ী কোভিশিল্ড টিকা তৈরি করেছে সেরাম ইনস্টিটিউট এবং কোভ্যাক্স টিকাটি তৈরি করেছে ভারত বায়োটেক।

এর আগে জরুরি ক্ষেত্রে টিকা দুটি ব্যবহারের সুপারিশ করেছিল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)।

হায়দরাবাদভিত্তিক প্রতিষ্ঠান ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্স টিকাটির তৃতীয় পর্যায়ের ট্রায়াল এখনও শেষ হয়নি বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে।

শনিবার দেশব্যাপী করোনা টিকা দেয়ার মহড়া করেছে ভারত।

৭ ডিসেম্বর জরুরি ক্ষেত্রে কোভ্যাক্স টিকা ব্যবহারে অনুমোদন চেয়ে আবেদন করেছিল ভারত বায়োটেক। প্রতিষ্ঠানটিকে টিকা সংক্রান্ত সব তথ্য সরবরাহের আদেশ দিয়েছিল সুপারিশ কমিটি।

করোনা শনাক্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে করোনাভাইরাসে এ পর্যন্ত প্রায় দেড় লাখ মানুষ মারা গেছেন।

বাণিজ্য প্রতিদিন/এম জি

শেয়ার