Top
সর্বশেষ

ইবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২১শে মার্চ

০৯ মার্চ, ২০২২ ৫:০৯ অপরাহ্ণ
ইবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২১শে মার্চ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ক্লাস আগামী ২১শে মার্চ থেকে শুরু হবে। বিশ্বিবদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে গত ৮ই মার্চ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটে ভর্তিচ্ছুদের পঞ্চম মেধাতালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এতে ‘এ’ ইউনিটে ১৬৪ জন, ‘বি’ ইউনিটে ২৬৯ জন এবং ‘সি’ ইউনিটে ১০০ জন শিক্ষার্থীকে রাখা হয়েছে। এছাড়া ‘এ’ ইউনিটে (৬০০৮-৬০৮৫), ‘বি’ ইউনিটে (২৬৩৮-২৬৮৫) এবং ’সি’ ইউনিটে(২২১৪-২৩৬৭) মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীদের অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের আগামী ১৪ই মার্চের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।

বিজ্ঞপ্তি সূত্রে, ইবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে যারা গত ২২ ও ২৩ ফেব্রুয়ারি সাক্ষাৎকারে অংশগ্রহণ করে ভর্তির জন্য বিষয় প্রাপ্ত না হয়ে অপেক্ষমাণ রয়েছে। তাদেরকে মেধাক্রম অনুসারে ৫ম মেধাতালিকায় বিষয় দেয়া হয়েছে। আগামী ৩রা মার্চ সংশ্লিষ্ট ইউনিট কার্যালয় থেকে এসব শিক্ষার্থীদের ইয়েস কার্ড সংগ্রহ করতে হবে। ইয়েস কার্ড সংগ্রহকারী শিক্ষার্থীদের ১৪ মার্চের মধ্যে সংশ্লিষ্ট বিভাগে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এছাড়াও এই তালিকায় যে সকল শিক্ষার্থী বিষয় প্রাপ্ত হয়নি তাদের ১৩ মার্চ বেলা ২ টার পর আসন খালি থাকা সাপেক্ষে সাক্ষাৎকারের পর মেধাক্রম অনুসারে ভর্তির বিষয় নির্ধারন করে দেওয়া হবে। তাদেরকেও ১৪ মার্চের মধ্যে সংশ্লিষ্ট বিভাগে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এর পরেও আসন খালি থাকা সাপেক্ষে খালি আসন সংখ্যা ও পরবর্তী মেধা তালিকা ১৪ মার্চ রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হবে। উক্ত তালিকায় বিষয় প্রাপ্ত শিক্ষার্থীদেরকে আগামি ১৬ মার্চের মধ্যে সংশ্লিষ্ট বিভাগে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে । ভর্তি কার্যক্রম শেষে আগামী ২১ মার্চ প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

এ বিষয়ে প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ২১শে মার্চ প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি চতুর্থ ধাপের ভর্তি সম্পন্ন হয়। চতুর্থ ধাপে আরবি ভাষা ও সাহিত্য এবং চারুকলা বিভাগ বাদে মোট ১ হাজার ৯৮৬ আসনের মধ্যে ৪৬৮টি আসন খালি থাকে। বিশ্ববিদ্যালয়ে শূন্য আসন, ভর্তি ও এ সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

শেয়ার