Top
সর্বশেষ

পাকিস্তানের প্রেসিডেন্টের বহরে আইএসের হামলা,নিহত ৫

০৯ মার্চ, ২০২২ ৫:৪৩ অপরাহ্ণ
পাকিস্তানের প্রেসিডেন্টের বহরে আইএসের হামলা,নিহত ৫
ডেস্ক রিপোর্ট :

পাকিস্তানের বেলুচিস্তানের সিবি জেলায় মঙ্গলবার (৮ মার্চ) দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভির সফরকালে এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দেশটির পাঁচ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২৮ জন। দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিবি জেলায় বার্ষিক সাংস্কৃতিক উৎসবে প্রেসিডেন্ট আলভির যোগদানের জন্য যান। ওই অনুষ্ঠানস্থলের কাছে এক খোলা মাঠে বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট আলভি ওই অনুষ্ঠানে যোগদান করে চলেও যান। এরপর হামলার ঘটনা ঘটে।

কাউন্টার-টেররিজম বিভাগের কর্মকর্তা হাফিজ রিন্দ দেশটির সংবাদমাধ্যম ডনকে বলেন, ‘আলভি সিবিতে উৎসবে যোগ দেওয়ার ৩০মিনিটের পরে বিস্ফোরণটি ঘটে।

এদিকে, ভয়েস অফ আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, আত্মঘাতি এক হামলাকারি দেশটির উচ্চপদস্থ সরকারি বহরের কাছে নিজেকে উড়িয়ে দেন।

এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট।

ইন্ডিয়া টুডে, ভয়েস অফ আমেরিকা।

শেয়ার