Top
সর্বশেষ

জবি চলচ্চিত্র সংসদের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

০৯ মার্চ, ২০২২ ৯:০৬ অপরাহ্ণ
জবি চলচ্চিত্র সংসদের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
জবি প্রতিনিধি :

জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (৯ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের কক্ষে কেক কেটে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা যায়।

এসময় সাধারণ সম্পাদক নিলয় দেব সহ আরো কর্মমুখর সদস্যদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থেকে সংগঠনের বর্তমান সভাপতি আরাফাত ইসলাম আমান বলেন, প্রতিষ্ঠার পর থেকেই মুক্তবুদ্ধির বিকাশ ও দেশীয় চলচ্চিত্রের প্রসারে কাজ করে আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। এরই ধারাবাহিকতায় আমরা দারুণ সব ইভেন্ট হাতে নিয়েছি। যার বাস্তবায়ন খুব শীগ্রই হতে চলছে।

এসময় অন্যান্য নেতৃবৃন্দ সুস্থ্য ও স্বাধীন ধারার চলচ্চিত্র চর্চা, চলচ্চিত্র সংসদ আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে জাতীয় পর্যায়ে সমুন্নত রাখতে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন শরীফ আহমেদ সনেট এবং সাধারণ সম্পাদক ছিলেন দেবাশীষ বিশ্বাস পাভেল। প্রতি বছরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলচ্চিত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত করার জন্য কাজ করে আসছে সংগঠনটি। সারাবছরই নানামুখী আয়োজনের মাধ্যমে মুখরিত থাকে অবকাশ ভবনের ৩০৩ নম্বর রুম।

শেয়ার