Top
সর্বশেষ

করোনা ‘নেগেটিভ’ রিপোর্ট নিয়ে সিলেটের পথে নারী ক্রিকেটাররা

০৩ জানুয়ারি, ২০২১ ৩:০৬ অপরাহ্ণ
করোনা ‘নেগেটিভ’ রিপোর্ট নিয়ে সিলেটের পথে নারী ক্রিকেটাররা

করোনাকালের দীর্ঘ বিরতি কাটিয়ে দলীয় অনুশীলনে ফিরছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই লক্ষ্যেই আজ সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে ৩২ জনের বহর। সোমবার থেকে শুরু হয়ে ক্যাম্প চলবে মাসব্যাপী। এর আগে শনিবার ক্যাম্পে সুযোগ পাওয়া ৩২ ক্রিকেটারের সবার ফলই নেগেটিভ এসেছে। রবিবার সকালে বাসযোগে পুরো দলই এখন সিলেটের পথে।

বিসিবির উইমেনস উইংয়ের ইনচার্জ তৌহিদ মাহমুদ জানান, ‘শনিবার ৩২ ক্রিকেটারের করোনা নমুনা সংগ্রহ করা হয়েছিল। কাল রাতেই সবার নেগেটিভ ফল এসেছে। এছাড়া আরও ১২ জন সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা হয়েছে, তাদের ফলও নেগেটিভ এসেছে। আশা করি, আমরা সিলেটে ভালো একটি ক্যাম্প করতে পারবো।’

তৌহিদ আরও জানিয়েছেন, ‘জৈব সুরক্ষা বলয় কীভাবে তৈরি করতে হবে, সে ব্যাপারে আমাদের ধারনা হয়েছে। তাই আমাদের অভিজ্ঞতাগুলো মেয়েদের ক্যাম্পেও প্রয়োগ করবো। আশা করি, কোন সমস্যা ছাড়াই ক্যাম্পটি শেষ করতে পারবো।’

দীর্ঘ ১১ মাস পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দলীয় অনুশীলনের সুযোগ পাচ্ছেন নারী ক্রিকেটাররা। পুরো দল সর্বশেষ একসঙ্গে ছিল গত ফেব্রুয়ারিতে, টি-টোয়েন্টি বিশ্বকাপে। ক্যাম্প চলাকালীন পাঁচটি সীমিত পরিসরের অনুশীলন ম্যাচও খেলবে তারা। জাতীয় নারী দলের সহকারী কোচ ফয়সাল হোসেন ডিকেন্স ক্যাম্প পরিচালনা করবেন।

মূলত ওয়ানডে সিরিজ খেলতে মার্চের শেষদিকে বাংলাদেশে আসার কথা সাউথ আফ্রিকা ইমার্জিং দলের। মাঝের সময়ে জাতীয় লিগ আয়োজনের ভাবনা আছে বিসিবির।

এদিকে নতুন হেড কোচ নিয়োগের ব্যাপারেও অনেকটা এগিয়েছে বিসিবি। সব ঠিক থাকলে জানুয়ারিতে দায়িত্ব নেবেন ইংল্যান্ড নারী দলকে ওয়ানডে বিশ্বকাপ জেতানো কোচ মার্ক রবিনসন। বিসিবির উইমেনস উইংয়ের ইনচার্জ তৌহিদ এ প্রসঙ্গে বলেছেন, ‘এখনো ওর (মার্ক) কাছ থেকে আমরা ফাইনাল তারিখ পাইনি। তবে জানুয়ারির শেষ সপ্তাহে তার বাংলাদেশে আসার কথা।’

ক্যাম্পে থাকছেন যারা:

সালমা খাতুন, নিগার সুলতানা, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, লতা মন্ডল, পান্না ঘোষ, সানজিদা ইসলাম, আয়েশা রহমান, ফারজানা হক, জাহানারা আলম, নাহিদা আক্তার, রিতু মনি, খাদিজা-তুল কুবরা, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, সোবানা মোস্তারি, রাবেয়া, পূজা চক্রবর্তী, মুমতা হেনা হাসনাত, সুরাইয়া আজমিম, নুহাত তাসনিয়া, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, ইসমা তানজিম, রুবাইয়া হায়দার, একা মল্লিক, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার ও সুমাইয়া আক্তার।

বাণিজ্যপ্রতিদিন/এমএইচ

শেয়ার