Top

দর পতনের শীর্ষে রহিমা ফুড

০৩ জানুয়ারি, ২০২১ ৪:৪৬ অপরাহ্ণ
দর পতনের শীর্ষে রহিমা ফুড
পুঁজিবাজার ডেস্ক :

বছরের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রহিমা ফুড করপোরেশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৭৮৩ বারে ৪ লাখ ৩৬ হাজার ৮৫২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৬৯ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৫০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪১৩ বারে ১ লাখ ৫০ হাজার ৮৪২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৫ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন ইন্স্যুরেন্সের দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ১১ শতাংশ কমেছে। শেয়ারটি ১৯৩ বারে ৫৫ হাজার ৮৬৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৬লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ইমাম বাটনের ৩ দশমিক ৫৮ শতাংশ, আমান কটনের ৩ দশমিক ২৮ শতাংশ, ডমিনেজ স্টিলের ৩ দশমিক ১৮ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৩ দশমিক ১২ শতাংশ, শাহজালাল ইসলামী ব্যাংকের ৩ দশমিক ০৫ শতাংশ, এশিয়া প্যাসিফিকের ২ দশমিক ৯৩ শতাংশ ও ইস্টার্ন কেবলসের ২ দশমিক ৭৭ শতাংশ শেয়ার দর কমেছে।

শেয়ার