আগামী কয়েক সপ্তাহের মধ্যেই করোনার টিকা কেনার কাজ সম্পন্ন হবে এবং টিকা দেশে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
আজ রোববার জাতীয় অর্থনৈতিক সমন্বয় টাস্কফোর্সের বৈঠকে এ কথা বলেন।
হাসান রুহানি বলেন, কেন্দ্রীয় ব্যাংক, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাজেট পরিকল্পনা সংস্থা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে সমন্বয়ের ভিত্তিতে এমন ভাবে কাজ করতে হবে যাতে দ্রুততম সময়ের মধ্যে টিকা কেনার কাজ সম্পন্ন হয় এবং দ্রুত টিকা দেশে আসে।
তিনি আরো বলেন, ভ্যাকসিন দেশে আসার সঙ্গে সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা কর্মী ও প্রবীণদের শরীরে টিকা প্রয়োগ করা হবে।
তিনি বলেন, তার সরকার নিষেধাজ্ঞা মোকাবেলায় অর্জিত অভিজ্ঞতার আলোকে আগামী বছরের বাজেট তৈরি করেছে যাতে দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হয়।
ইরান গত সপ্তাহে নিজেদের তৈরিকৃত করোনার টিকা মানবদেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ শুরু করেছে। এর পাশাপাশি দেশটি বিদেশ থেকেও করোনা টিকা কেনার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে বলে জানা গেছে।
বাণিজ্য প্রতিদিন/এম জি