Top
সর্বশেষ

এখনও অনেকেই নজরদারিতে আছেন: কাদের

০৩ জানুয়ারি, ২০২১ ৬:৪৭ অপরাহ্ণ
এখনও অনেকেই নজরদারিতে আছেন: কাদের

প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানে এখনও অনেকে নজরদারিতে আছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (৩ জানুয়ারি) দুপুর ১২টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

দুর্নীতি দমনে কী উদ্যোগ নেওয়া হবে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, আমরা কাউকে ছাড় দিয়েছি কিনা সেটা হলো প্রশ্ন। আমাদের আমলে প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানে টার্গেটে রয়েছেন আমাদের দলের লোকেরা। আমাদের যারাই যখন ধরা পড়েছেন আমাদের পরিচয়ে, যেমন শাহেদ যেটা করেছে তাকে কিন্তু ছাড় দেওয়া হয়নি।

তিনি বলেন, আমাদের অনেক জনপ্রতিনিধি জেলখানায় আছেন। সরকার নিজেদের লোকদের ছাড় দিলে তো আরো দুর্নীতি-অনিয়ম বিস্তার করতো, ক্যাসিনো থেকে শুরু করে এখনো শুদ্ধি অভিযান চলছে। এখনো অনেকে নজরদারিতে আছেন।

দীর্ঘদিন একটি সরকার ক্ষমতায় থাকলে স্বেচ্ছাচারিতা বেড়ে যায় কিনা— এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতায় থেকে ক্ষমতার দাপট দেখায় এরকম লোক আছে। তাদের ব্যাপারে আমরা সতর্ক। যারা ক্ষমতার দাপট দেখাবে, আমরা কিছু কিছু শাস্তি দিয়েছি। তবে শাস্তি শুধু বহিষ্কার করা নয়। অনেকেই অনেক বড় জায়গা থেকে ছিটকে পড়েছে। দল বিভিন্নভাবে শাস্তি দিতে পারে। শাস্তির প্রক্রিয়ার ধরন নতুন করোনার ধরনের মতো। শাস্তিরও নতুন ধরন আছে, আমরা বিভিন্ন প্রক্রিয়ায় শাস্তি দিতে পারি। যে একটা বিশাল জায়গায় আছে সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হলো, এটা কি শাস্তি নয়?

বাণিজ্যপ্রতিদিন/এমএইচ

শেয়ার