Top

রেকিট বেনকিজার নগদ লভ্যাংশ দেবে ১৬৫০%

১৩ মার্চ, ২০২২ ১২:০৩ অপরাহ্ণ
রেকিট বেনকিজার নগদ লভ্যাংশ দেবে ১৬৫০%

ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেকিট বেনকিজার (বিডি) লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৬৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।

২০২১ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। ১৯৮৭ সালে তালিকাভুক্ত হওয়ার পর এই বছর সর্বোচ্চ মুনাফা দিচ্ছে তারা।

কোম্পানির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় বিদায়ী বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির ৩১ ডিসেম্বর বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭১ টাকা ৩ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের ১৬৫ টাকা করে দেওয়া হবে।

এর আগের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৭০ টাকা ৯৫ পয়সা। সেই বছর ১৪০০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়েছিল। অর্থাৎ শেয়ার প্রতি ১৪০ টাকা করে লভ্যাংশ দেওয়া হয়েছিল।

তাতে ৩১ ডিসেম্বর ২০২১ সালে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০০ টাকা ৬৫পয়সা।

পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ এপ্রিল। ওইদিন ডিজিটাল প্লাটফর্মে বেলা সাড়ে ১১টায় এজিএম অনুষ্ঠিত হবে।

শেয়ার