Top

ভোট পুনর্গণনায় নির্বাচন কর্মকর্তাকে ট্রাম্পের হুমকি: অডিও ফাঁস

০৪ জানুয়ারি, ২০২১ ১১:২৪ পূর্বাহ্ণ
ভোট পুনর্গণনায় নির্বাচন কর্মকর্তাকে ট্রাম্পের হুমকি: অডিও ফাঁস

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নির্বাচনের ফল পরিবর্তনে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের শীর্ষ নির্বাচন কর্মকর্তাকে টেলিফোনে চাপ দিয়েছেন ।

স্থানীয় সময় শনিবার ভোট পুনর্গণনার জন্য টেলিফোনে জর্জিয়ার সেক্রেটারি অফ স্টেট ব্র্যাড রাফেন্সপেরগারকে প্ররোচিত করেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট তাদের কথোপকথনের অডিও ফাঁস করে। এক ঘণ্টার টেলিফোন আলাপে রাফেন্সপেরগারকে জর্জিয়ার ১১ হাজার ৭৮০টি ভোট তার পক্ষে নিতে বলেন ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়ায় জিতেছিলেন দাবি করে ট্রাম্প বলেন, ‘তুমি (রাফেন্সপেরগার) ভোট পুনর্গণনার কথা বললে কোনো সমস্যা নেই।’

জবাবে রিপাবলিকান পার্টির নেতা রাফেন্সপেরগার বলেন, ‘আপনার কাছে ভুল তথ্য আছে।’ জর্জিয়ায় ব্যালট পেপার ছিঁড়ে ফেলা ও ফুল্টন কাউন্টি থেকে ভোটিং মেশিন সরিয়ে ফেলার গুজবের কথাও এ সময় বলেন ট্রাম্প। ওই গুজব রাফেন্সপেরগারের আইনজীবী প্রত্যাখ্যান করেছিলেন।

কথোপকথনের এক পর্যায়ে রাফেন্সপেরগারকে আইনি হুমকি দেন ট্রাম্প।

তিনি বলেন, ‘আপনি কী করেছেন, তা জানেন। আপনি সেসব রিপোর্ট করেননি। এটা ফৌজদারি অপরাধ। আপনি ও আপনার আইনজীবী রায়ানের জন্য এটি অনেক বড় ঝুঁকি।’

ট্রাম্প এরপর অতিরিক্ত ১১ হাজার ৭৮০টি ভোট তার পক্ষে নেয়ার দাবি করেন। এ ভোটগুলো ট্রাম্পের পক্ষে পড়লে জর্জিয়ায় তার ভোটসংখ্যা হবে ২৪ লাখ ৭৩ হাজার ৬৩৪টি। তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ওই অঙ্গরাজ্যে পেয়েছিলেন ২৪ লাখ ৭৩ হাজার ৬৩৩টি ভোট।

এর মানে দাঁড়াচ্ছে, ওই ভোটগুলো বেশি পড়লে ট্রাম্প এক ভোটের ব্যবধানে জয়ী হবেন। রাফেন্সপেরগারের ভোট পুনর্গণনা করা উচিত বলেও মন্তব্য করেন ট্রাম্প। জবাবে রাফেন্সপেরগার বলেন, ‘আমাদের বিশ্বাস জর্জিয়ায় নির্বাচনের ফল গণনা সঠিক ছিল।’

বাণিজ্য প্রতিদিন/এম জি

শেয়ার