আরএফএল গ্রুপের পণ্য রেইনবো পেইন্টসের উদ্যোগে ‘রেইনবো রঙে তোমার বিজয়’ স্লোগানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে তিন গ্রুপ থেকে মোট ৯ জনকে চূড়ান্ত বিজয়ী হিসেবে পুরস্কার দেওয়া হয়েছে।
রাজধানীর বাড্ডার একটি রেস্টুরেন্টে হওয়া ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল, রেইনবো পেইন্টসের প্রধান পরিচালন কর্মকর্তা কামরুল হাসান প্রমুখ।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টাল আর্ট বিভাগের অধ্যাপক ড. মলয় বালা এবং সহকারী অধ্যাপক অমিত নন্দী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেইনবো পেইন্টসের হেড অব মার্কেটিং ফাহিম হোসেন, ব্র্যান্ড ম্যানেজার নাজমুল আকন্দ তুষারসহ ঊধ্বর্তন কর্মকর্তারা।
প্রতিযোগিতায় ক, খ ও গ- এই তিন ক্যাটাগরিতে মোট ৯২০টি চিত্রকর্ম জমা হয়। সেখান থেকে বাছাই করে ৪৫ চিত্রশিল্পীকে নিয়ে বাড্ডায় ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। ‘ক’ গ্রুপের প্রতিযোগীদের বয়স ছিল ১০ বছরের কম, ১১-২০ বছর বয়সীরা ‘খ’ গ্রুপে এবং ২১-৩৫ বছরের প্রতিযোগীরা ছিলেন ‘গ’ গ্রুপে।
প্রতি গ্রুপ থেকে তিনজন করে বিজয়ী নির্ধারণ করে যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার এবং ২০ হাজার টাকার প্রাইজমানি দেওয়া হয়। এছাড়া উপস্থিত সবাইকে ক্রেস্ট, গিফট ভাউচারসহ বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়েছে।