Top
সর্বশেষ

পাকিস্তানে ১১ কয়লা শ্রমিককে হত্যা, আইএস’র দায় স্বীকার

০৪ জানুয়ারি, ২০২১ ১১:৫৫ পূর্বাহ্ণ
পাকিস্তানে ১১ কয়লা শ্রমিককে হত্যা, আইএস’র দায় স্বীকার

পাকিস্তানের বেলুচিস্তানের একটি কয়লা খনি থেকে অপহরণের পর ১১ শ্রমিককে হত্যা করেছে এক দল বন্দুকধারী।

বিসিসি ও রয়টার্স জানিয়েছে শনিবার শেষ রাতের দিকে ঘটা এই ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা।

আফগানিস্তান সীমান্ত ঘেঁষা কয়লা খনিটি বেলুচিস্তানের রাজধানী কুয়েতা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে।

খনির পাশেই বাসস্তান থেকে প্রথমে অপহরণ করা হয় শ্রমিকদের। পরে পাশের পাহাড়ে নিয়ে তাদের হত্যা করা হয়।

বেলুচিস্তানের হারনাই জেলায় পাকিস্তানের আধাসামরিক ফ্রন্টিয়ার কর্পসের একটি পোস্টে ‘সন্ত্রাসী হামলায়’ বাহিনীটির সাত সদস্য নিহতের সপ্তাহ পার না হতেই আইএস হামলার খবর এলো।

নিহত শ্রমিকদের সবাই সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের ফার্সি ভাষী হাজারা জাতিগোষ্ঠীর। শিয়া মতাদর্শী হওয়ার কারণে তারা প্রায়ই সুন্নিপন্থি উগ্রবাদীদের হামলার শিকার হয়।

নিরাপত্তা বাহিনীর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বয়টার্সকে বলেন, ‘শ্রমিকদের হাত পেছনে নিয়ে বাধাঁ এবং চোখ বাধাঁর পর তাদের গলায় ছুরি চালানো হয়।’

নির্দোষ কয়লা শ্রমিকদের ওপর এমন ‘কাপুরুষোচিত’ হামলার তীব্র নিন্দা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে পাকিস্তানের দৈনিক ডন জানিয়েছে, শ্রমিকদের উদ্ধার করার সময় ছয় জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি পাঁচ জনের মৃত্যু হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে।

বীভৎস একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ছোট্ট একটি কুঁড়েঘরের মেঝেতে শ্রমিকদের দেহগুলো পড়ে আছে। তাদের সবার হাত বাঁধা ছিল।

এ ঘটনার বিচার চেয়ে মৃতদেহগুলো রাস্তায় রেখে, যানবাহন আটকে বিক্ষোভ করেছে স্থানীয়রা। দায়ীদের গ্রেপ্তারে প্রতিশ্রুতি দিয়েছেন কর্মকর্তারা।

বাণিজ্য প্রতিদিন/এম জি

শেয়ার