Top

২ ঘণ্টায় সূচক কমেছে ২৫ পয়েন্ট

০৪ জানুয়ারি, ২০২১ ১২:১৪ অপরাহ্ণ
২ ঘণ্টায় সূচক কমেছে ২৫ পয়েন্ট
পুঁজিবাজার ডেস্ক :

বছরের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় সূচক কমলেও বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৫৯৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৮৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৫১ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৮ টির, দর কমেছে ১২২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৯টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে  ১ হাজার ২২১ কোটি ২৫ লাখ ৪১ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৭৭৮ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ২২৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১১  টির, দর কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৯১ লাখ ৪৬ হাজার টাকা।

শেয়ার