Top
সর্বশেষ

কানাডায় করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে

০৪ জানুয়ারি, ২০২১ ১২:৪৩ অপরাহ্ণ
কানাডায় করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে

কানাডায় মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে রোববার ৬ লাখের মাইলফলক ছাড়িয়ে গেছে। দেশটি আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়ানোর মাত্র দু’সপ্তাহ পর এ মাইলফলক অতিক্রম করলো। এদিকে নববর্ষের ছুটি চলাকালে দেশটিতে করোনাভাইরাসের লাগাম টেনে ধরতে অনেক কড়াকড়ি আরোপ করা হয়। খবর এএফপি’র।

সরকারি টেলিভিশন কেন্দ্র সিবিসি পরিবেশিত খবরে বলা হয়, এ মহামারি ভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকে রোববার বিকেল পর্যন্ত কানাডায় ৬ লাখ ১ হাজার ৩১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং ১৫ হাজার ৮৬০ জন প্রাণ হারিয়েছে।

কানাডার সবচেয়ে জনবহুল প্রদেশ অন্টারিওতে রোববার ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৯৬৪ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। কুইবেকে আক্রান্ত হয়েছে ২ হাজার ৮৬৯ জন।

অন্টারিওতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৬৫০ জনে এবং কুইবেকে ৮ হাজার ৩৪৭ জনে দাঁড়িয়েছে।

এদিকে অপ্রয়োজনীয় ভ্রমণের ওপর কড়াকড়ি থাকা সত্ত্বেও ক্যারিবীয়তে ঘুরতে যাওয়ার ছবি প্রকাশ পাওয়ায় অন্টারিওর অর্থমন্ত্রী রড ফিলিপস বাধ্য হয়ে পদত্যাগ করেন।

গত কয়েক দিনে ছয়জনেরও বেশি পার্লামেন্ট সদস্য ও রাজনীতিবিদ হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা সকলে অবকাশ যাপনে বিদেশে গিয়েছিলেন।

বাণিজ্য প্রতিদিন/এম জি

শেয়ার