Top
সর্বশেষ

পবিপ্রবিতে মৎস চাষীদের দিনব্যাপী কর্মশালা

১৪ মার্চ, ২০২২ ৪:৫৪ অপরাহ্ণ
পবিপ্রবিতে মৎস চাষীদের দিনব্যাপী কর্মশালা
পবিপ্রবি প্রতিনিধি :

স্থানীয় মৎস চাষীদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দিনব্যাপী এ কর্মশালায় ফিড দা ফিউচার এর আয়োজনে মৎসচাষীদের মাছ চাষ ও খামার ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রফেসর ড. মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এর সঞ্চালনায় আজ (সোমবার) সকাল ১০:০০ ঘটিকায় পবিপ্রবি কৃষি কনফারেন্স রুমে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডীন প্রফেসর মোহাম্মদ আলী।

দিনব্যাপী এ আয়োজনে বৈজ্ঞানিক উপায়ে মাছ চাষ পদ্ধতি , মাছের পরিচিতি, মিশ্র মাছচাষ পদ্ধতি, কার্প জাতীয় মাছের মোটাতাজাকরণ প্রক্রিয়া , উপযুক্ত পুকুর নির্বাচন ও মৎস্য চাষের প্রয়োজনীয় ঔষধ পরিচিতসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রধান অতিথি ছাড়াও প্রজেক্ট পিআই সদস্য ও টেক্সাস স্টেট বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. মদন মোহন দে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও পটুয়াখালী জেলা মৎস কর্মকর্তা মোল্লা ইমদাদুল, প্রজেক্ট পিআই এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আক্তারুজ্জামান খান সহ স্থানীয় মৎস গবেষক ও মৎস ব্যাবসায়ীরা উক্ত প্রশিক্ষণে অংশ নেন।

শেয়ার