Top
সর্বশেষ

নদী বাঁচানোর তাগিদে আলোচনা সভা

১৪ মার্চ, ২০২২ ৫:৪৯ অপরাহ্ণ
নদী বাঁচানোর তাগিদে আলোচনা সভা
রংপুর প্রতিনিধি :

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে সোমবার রংপুর নগরীর সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে রিভারাইন পিপল ‘নদী ও জীবন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ফেরদৌস আলম মুকুল।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদ। সভায় বক্তব্য রাখেন রিভারাইন পিপলের সদস ও তিস্তা নদী সুরক্ষা কমিটির আহ্বায়ক মঞ্জুর আরিফ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নদী সুরক্ষার দায়িত্ব আমাদের সকলের। নদী না বাঁচলে পরবর্তী প্রজন্মের জন্য আমরা বসবাস উপযোগী কোন বাংলাদেশ রেখে যেতে পারব না। আমাদের প্রত্যেকের একটি করে প্রিয় নদী থাকা উচিত এবং সেই নদীর পরিচর্যায় বিশেষ দায়িত্বশীল হওয়া প্রয়োজন। প্রত্যেকে যদি তার বাড়ির পাশের নদী দেখভাল করার দায়িত্ব নেয় তাহলে আমাদের দেশের নদীগুলোকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে।

শেয়ার