Top
সর্বশেষ

নোবিপ্রবিতে বিশ্ব সমাজকর্ম দিবস পালিত

১৫ মার্চ, ২০২২ ৯:৩৪ অপরাহ্ণ
নোবিপ্রবিতে বিশ্ব সমাজকর্ম দিবস পালিত
নোবিপ্রবি প্রতিনিধি :

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি) বিশ্ব সমাজকর্ম দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে নানা উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়টির সমাজকর্ম বিভাগ।

এবছরের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে “একটি নতুন ইকো সামাজিক বিশ্ব গড়ে তুলি: কাউকে পিছিয়ে না রেখে”

এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৫ মার্চ) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম দিবস পালিত হয়। সকাল ১০ টায় কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে সমাজকর্ম বিভাগ কর্তৃক আয়োজিত একটি র‍্যালি শুরু হয়। র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে এসে শেষ হয়। এরপর সবাই অডিটোরিয়ামের চতুর্থ তলায় আইকিউএসি’র সেমিনার কক্ষে এসে এক আলোচনা সভায় সমবেত হয়।

এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক চয়ন শিকদার। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল বাকি, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং অধ্যাপক ড. মো. আনোয়ারুল বাশার।

এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন বলেন, ‘সমাজের কল্যাণে প্রত্যেক মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। ব্যক্তি মর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের সর্বস্তরে মানবতাবোধের উন্মেষ ঘটাতে হবে। মানবতাবোধ ছড়িয়ে দিতে হবে সমাজের সব মানুষের মাঝে। এছাড়াও আধুনিক শিল্পসমাজের বহুমুখী ও জটিল সমস্যা সমাধানে সমাজকর্মের গুরুত্ব অনেক।’ বক্তব্যের শেষে তিনি নোবিপ্রবির সমাজকর্ম বিভাগকে এই দিবস উদযাপনের জন্য সাধুবাদ জানান।

এসময় বর্তমান প্রেক্ষাপটে সমাজকর্মের প্রয়োজনীয়তা ও অদূর ভবিষ্যতে এর সম্ভাবনা নিয়ে অন্যান্যদের মধ্যে আলোকপাত করেন প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান এবং অনুষ্ঠানের সভাপতি সহকারী অধ্যাপক চয়ন শিকদার, অধ্যাপক ড. মো. আনোয়ারুল বাশার প্রমুখ।

অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষক- শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও এই দিবসকে সামনে রেখে নোবিপ্রবির সমাজকর্ম বিভাগ বিশ্ববিদ্যালয় পরিষ্কার- পরিচ্ছন্ন অভিযান, ডাস্টবিন রঙ করা সহ নানা কার্যক্রম পরিচালনা করে।

উল্লেখ্য, প্রতিবছর মার্চ মাসের তৃতীয় মঙ্গলবার বিশ্বব্যাপী সমাজকর্ম দিবস পালিত হয়ে থাকে।

 

 

শেয়ার