Top

নাইজার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০০

০৪ জানুয়ারি, ২০২১ ৪:১০ অপরাহ্ণ
নাইজার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০০

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের দুটি গ্রামে শনিবারের সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। রোববার দেশটির প্রধানমন্ত্রী ব্রিগি রাফিনি হামলার শিকার একটি গ্রাম পরিদর্শন শেষে এ তথ্য জানান।

সেখানে গিয়ে গণমাধ্যমকে সাক্ষাতকারে নিহতের সংখ্যা ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত এলাকার সীমান্ত রয়েছে মালির সঙ্গে। হামলার কারা জড়িত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি রাফিনি।

শনিবারের এই হামলাকে জঙ্গি হামলা বলে সন্দেহ করা হচ্ছে। খবর রয়টার্সের

নিরাপত্তা বাহিনী এর আগে জানিয়েছিল, তছোম্বাংউ ও জারোমদারে গ্রাম একযোগে সন্ত্রাসীদের চালানো হামলায় শনিবার অন্তত ৭০ বেসামরিক নাগরিক নিহত হয়।

পশ্চিম আফ্রিকার এ দেশটি আগে আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যুক্ত জঙ্গিদের আক্রমণ সহ্য করেছে। গত বছরও দেশটির পশ্চিমাঞ্চলে মালি, বুরকিনা ফাসো এবং দক্ষিণ-পূর্ব নাইজেরিয়া সীমান্তের কাছে হামলায় কয়েকশ’ লোক নিহত হয়েছেন।

বাণিজ্য প্রতিদিন/এম জি

শেয়ার