Top
সর্বশেষ

দর বৃদ্ধির শীর্ষে এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড

০৪ জানুয়ারি, ২০২১ ৪:০৮ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড
পুঁজিবাজার ডেস্ক :

বছরের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। ফান্ডটি  ৩৯৮ বারে ৩৯ লাখ ১ হাজার ৩৮০ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৮০ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। ফান্ডটি ৩৫৯ বারে ১৯ লাখ ৭৫হাজার ৯৯২ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৩৭ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা বিজিজি পাওয়ারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ৭৯৪ বারে ৬১ লাখ ৪৮ হাজার ৩০৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৮৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯৩ শতাংশ, পাওয়ার গ্রীডের ৯ দশমিক ৮৮ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের  ৯ দশমিক ৮৫ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ৭৯ শতাংশ, রবির ৯ দশমিক ৭৮ শতাংশ, লাফার্জ হোলসিমের ৯ দশমিক ৭১ শতাংশ ও বে লিজিংয়ের ৯ দশমিক ৬৩ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে।

শেয়ার