Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

নওগাঁর রাণীনগরে বিএনপির ২১ নেতার পদত্যাগ

১৬ মার্চ, ২০২২ ৪:৩৯ অপরাহ্ণ
নওগাঁর রাণীনগরে বিএনপির ২১ নেতার পদত্যাগ
নওগাঁ প্রতিনিধি :

ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার প্রতিবাদে নওগাঁর রাণীনগর উপজেলার বড়গাছা ইউনিয়ন বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে ২১ জন পদত্যাগ করেছেন। গত ৫ মার্চ বড়গাছা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

ইউনিয়ন বিএনপির একাংশের নেতাকর্মীর অভিযোগ, ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মতামত না নিয়ে গত ৫ মার্চ উপজেলা বিএনপির কয়েকজন নেতা তাঁদের পছন্দের ব্যক্তিদের নিয়ে বড়গাছা ইউনিয়ন বিএনপির ২৮ সদস্যের একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। পূর্বের কমিটির বিলুপ্ত না করে নতুন করে কমিটির অনুমোদন দেওয়া গঠনতন্ত্র বিরোধী।

গত ১০ মার্চ রাণীনগর উপজেলা ও জেলা বিএনপির আহ্বায়কের কাছে বড়গাছা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি থেকে ওই ২১ নেতা পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তাঁরা পদত্যাগের কারণ হিসেবে বলেন, ২০১৯ সালের ৩০ অক্টোবর মহরম
আলীকে আহ্বায়ক করে বড়গাছা ইউনিয়ন বিএনপির ৩২ সদস্যের একটি কমিটির অনুমোদন দেয় উপজেলা বিএনপি। কিন্তু ওই কমিটি বিলুপ্তি
না করেই এবং ইউনিয়ন বিএনপির অধিকাংশ নেতাকর্মীদের মতামত না নিয়ে গত ৫ মার্চ উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোশাররফ হোসেন স্বাক্ষরিত ২৮ সদস্যের নতুন একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। এই কমিটিতে অনেক ত্যাগী ও জ্যেষ্ঠ নেতাদের মূল্যায়ন করা হয়নি। এছাড়া পূর্বের কমিটি বিলুপ্ত না করে নতুন কমিটি ঘোষণা করা গঠনতন্ত্র বিরোধী।

নতুন ঘোষিত কমিটিরআহ্বায়ক হয়েছেন বিকাশ চন্দ্র। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। পূর্বের কমিটি বিলুপ্ত না করে নতুন কমিটি ঘোষণা এবং ত্যাগী ও জ্যেষ্ঠ নেতাদের মূল্যায়ন না করে কমিটি গঠনের প্রতিবাদে তাঁরা কমিটি থেকে পদত্যাগ করেছেন।

ইউনিয়ন বিএনপির আহ্বায়কে কমিটি থেকে পদত্যাগ করা নেতাকর্মীরা হলেন, বিএনপি নেতা রেজাবুল হক, জাইদুল ইসলাম, মকছেদ আলী, আমিনুল ইসলাম, শাহজাহান আলী, আবু রায়হান, আরজ উদ্দীন, মোফাজ্জল হোসেন, আওরঙ্গজেব প্রামানিক, সাজ্জাদ হোসেন, সাইদুর রহমান, সোহেল, আশিক, নিরেন চন্দ্র, আব্দুল জাব্বার, শুক্কর, মোতালেব হোসেন, মনছুর, মজিদ মণ্ডল, নাছির উদ্দিন ও মোজাম্মেল হক।

বড়গাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্য রেজাবুল হক বলেন, ‘কমিটি ঘোষণার আগে ইউনিয়ন বিএনপির অধিকাংশ নেতার সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি। হঠাৎ করে একদিন ফেসবুকে দেখছি নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্বের কমিটির বিলুপ্ত না করে নতুন কমিটির অনুমোদন এবং উপজেলা বিএনপির একজন সদস্যকে ইউনিয়ন কমিটির মূল দ্বায়িত্ব দেওয়া গঠনতন্ত্র বিরোধী। এই কমিটি আমরা মানি না।’

২০১৯ সালে ঘোষিত ৩২ সদস্যের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মহরম আলী বলেন, ‘আমার কমিটিকে বিলুপ্ত ঘোষণা না করেই আবার একটি নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এটি কেমন করে সম্ভব। যেখানে গঠনতন্ত্র মানা হয় না, ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয় না সেখানে আমি নিজেকে জড়াতে চাই না।’

উপজেলা বিএনপির আহ্বায়ক রোকনুজ্জামান খাঁন বলেন, ‘পূর্বের কমিটি ছিলো অকার্যকর। তাই ওই ইউনিয়নে দ্রুত একটি পুর্ণাঙ্গ কমিটি গঠন করার
লক্ষ্যে নিয়ম মেনে নতুন করে একটি আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

থানা বিএনপি দলের গঠনতন্ত্রম মেনেই সব কাজ করেছে। যাঁরা পদত্যাগ করেছেন, তাঁরা রাগ-ক্ষোভ থেকে এটা করেছেন। ইতোমধ্যে কয়েকজন পদত্যাগপত্র ফিরিয়ে নিতে সম্মত হয়েছেন।’

জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্বের সাতে দেখছি। সকল পক্ষের সঙ্গে আলোচনা করে সমঝোতা করার চেষ্টা করা হচ্ছে। দলের সাংগঠনিক কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে ধরণের কোনো কর্মকান্ড চলতে দেওয়া হবে না।’

শেয়ার