Top

অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ লাখ টাকা জরিমানা

১৬ মার্চ, ২০২২ ৯:২৭ অপরাহ্ণ
অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ লাখ টাকা জরিমানা
শেরপুর প্রতিনিধি  :

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি নদী ভোগাই এর নিষিদ্ধ এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ লাখ টাকা জরিমানা ও উত্তোলিত বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।১৬ মার্চ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে নাকুগাঁও ভোগাই নদীর ব্রীজ এর ৫শ মিটারের মধ্যে কতিপয় বালু ব্যবসায়ী বালু উত্তোলন করছিল। এমতাবস্থায় বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে বালু উত্তোলনকারী শামছুল আলমকে ২ লাখ টাকা জরিমানা এবং উত্তোলিত সমুদয় বালু জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন জানান, জব্দকৃত বালু প্রকাশ্যে নিলামে বিক্রি করা হবে। এছাড়া অবৈধ বালু উত্তোলন বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার