Top

চতুর্থবারের মতো মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি

০৪ জানুয়ারি, ২০২১ ৫:৩৫ অপরাহ্ণ
চতুর্থবারের মতো মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি

মার্কিন ডেমোক্র্যাট দল থেকে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন ন্যান্সি পেলোসি। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার শেষ দিকে যখন আমেরিকার রাজনৈতিক পরিস্থিতি অনেক বেশি অনিশ্চিত হয়ে পড়েছে তখনই ন্যান্সি পেলোসি নির্বাচিত হলেন।

ক্যালিফোর্নিয়া থেকে কংগ্রেস সদস্য হিসেবে নির্বাচিত ৮০ বছর বয়সের এই নারী এ নিয়ে চারবার মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হলেন।

গতকাল (রোববার) পেলোসি বিরোধীদল থেকে প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হলেন তিনি।

গতকালের ভোটাভুটিতে তিনি পেয়েছেন ২১৬ ভোট। অন্যদিকে, রিপাবলিকান দলের নেতা কেবিন ম্যাকার্থি ২০৯ ভোট পেয়েছেন। সে ক্ষেত্রে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে সে কথা সুস্পষ্ট।

গত নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট দল তাদের আগের ১১টি আসন হারিয়েছে। ফলে ডেমোক্র্যাট দলের দখলে প্রতিনিধি পরিষদের ২২২টি আসন। অন্যদিকে রিপাবলিকান দলের দখলে রয়েছে ২১২ টি আসন। গতকালের ভোটাভুটিতে ডেমোক্র্যাট দলের পাঁচজন সদস্য ন্যান্সি পেলোসির পক্ষে ভোট দেন নি।

ন্যান্সি পেলোসি হচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন কট্টর সমালোচক। তিনি গত মাসে বলেছিলেন, সুযোগ থাকলে তিনি ডোনাল্ড ট্রাম্পকে চুল ধরে এবং হাত-পা ধরে হোয়াইট হাউস থেকে বের করে দিতেন।

বাণিজ্য প্রতিদিন/এম জি

শেয়ার