পোশাক রপ্তাানিকারকদের সংগঠন বিজিএমইএ’র পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন সংগঠনটির সাবেক সভাপতি ড. রুবানা হক।
গত ফেব্রুয়ারি মাসে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য হওয়ার পর তিনি পদত্যাগের ইচ্ছার কথা জানিয়ে চিঠি দেন।
এদিকে তার জায়গায় পর্ষদে স্থান পেয়েছেন ক্রনি গ্রুপের চেয়ারম্যান নীলা হোসনে আরা।
নীলা হোসনে আরা ২০২১ সালের ৪ এপ্রিল অনুষ্ঠিত বিজিএমইএ’র দ্বিবার্ষিক নির্বাচনে বর্তমান সভাপতি ফারুক হাসানের প্যানেল- সম্মিলিত পরিষদ থেকে প্রার্থী হয়ে পরাজিত হন। বিজিএমইএ’র ওয়েবসাইটে বোর্ড অব ডিরেক্টরসের তালিকায় রুবানা হকের পরিবর্তে নীলা হোসনে আরার নাম দেখা যাচ্ছে।
নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া রুবানা হক গত ফেব্রুয়ারিতে চট্টগ্রামে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
জানা গেছে, রুবানা হক নির্বাচিত হওয়ার পর কোনও পর্ষদ সভায় অংশ নেননি। আগের কমিটির সভাপতি রুবানা হক গত নির্বাচনে ফোরাম নামের একটি প্যানেল নিয়ে নির্বাচন করেছিলেন। মোট ৩৫টি পদের মধ্যে তিনিসহ তার প্যানেলের ১১ জন নির্বাচিত হয়েছিলেন। বাকি ২৪টি পদে জিতেছিলেন ফারুক হাসানের নেতৃত্বে সম্মিলিত পরিষদ।