Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

১৭ মার্চ, ২০২২ ৬:৫০ অপরাহ্ণ
কেশবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
অলিয়ার রহমান, কেশবপুর (যশোর) :

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় বাসের এক সুপারভাইজার নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার তেইশ মাইল নামক এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, চুকনগর থেকে যাত্রী নিয়ে আসার সময় উপজেলার তেইশ মাইল নামক এলাকায় বাসটি সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এ সময় বাসের সুপারভাইজার নবি মোড়ল বাসের নিচে চাপা পড়ে মারা যায়। নিহত নবি মোড়ল সাতক্ষীরার তালা উপজেলার লাউতাড়া গ্রামের ওমর মোড়লের ছেলে। এ সড়ক দুর্ঘটনায় ৪ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর বলেন, বাসের সুপারভাইজারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার