ভোলা সরকারী উচ্চ বিদালয়ের সাবেক প্রধান শিক্ষক সাবেক মাধ্যমিক শিক্ষা অফিসার প্রান গোপাল দত্ত (৬৫) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) সন্ধায় ভোলা দরঘাহ রোডে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধায় বাসা থেকে বের হয়ে ঢাকা যাওয়ার জন্য রাস্তায় আসলে একটি মাহেন্দ্র তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষনা করেন।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।